বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০৪:৩১ পূর্বাহ্ন
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ
ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবিলায় ভান্ডারিয়া উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি জরুরী সভা করেছেন। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী আফিসার মোঃ ইয়াছিন আরাফাত রানা।
সভায় জানানো হয়, ঘূর্ণিঝড় মোকাবিলায় উপজেলায় ৫২টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে। ত্রাণ কার্যক্রমের জন্য শুকনো খাবার, শিশুখাদ্য ও জরুরি ত্রাণের জন্য সাড়ে ৭ টন চাল মজুত রয়েছে।
এদিকে উপজেলায় ঘূর্ণিঝড় দানা’র প্রভাবে বুধবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়। আজ বৃহস্পতিবার ও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। হঠাৎ এই বৃষ্টি শুরু হওয়ায় জনজীবনে আতঙ্ক বিরাজ করছে। নদ-নদীতে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতায় প্রবাহিত হচ্ছে।