কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের কাউখালীতে সোনাকুরের পাল পাড়ায় কালী পূজার প্রতিমা তৈরি করে রাখে বৃহস্পতিবার কালী পূজা অনুষ্ঠানের জন্য। এই পাল পাড়ায় তৈরি কালী পূজার প্রতিমা বিভিন্ন স্থানে পূজার জন্য নিয়ে যাবে বৃহস্পতিবার। পাল পাড়ায় পূজার প্রতিমা তৈরির কারিগর সুখরঞ্জন পাল ৩০ অক্টোবর বুধবার রাতে প্রতিমায় রং তুলি দিয়ে কাজ শেষ করে রাত ২ টার দিকে ঘরে ঘুমাতে যায়। এ সময় ছেলের পাশে সুখরঞ্জন ঘুমাবার ভান করে থাকলেও রাত আড়াইটার দিকে ঘুম থেকে উঠে এসে একটি কালি পূজার প্রতিমার হাত ভেঙ্গে মাথা ঘুরিয়ে রাখে।
এলাকাবাসীর সূত্রে, কাউখালী থানা পুলিশের একটি টিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শনে যায়। পরিদর্শনে গিয়ে সুখরঞ্জন পাল এর কাছে জানতে পারেন তার প্রতিপক্ষ চয়ন পাল, বকুল রানী পাল, বাবুল কুন্ডু, কিশোর কুন্ডুসহ ৬-৭ জন মিলে প্রতিমা ভাঙচুর করে।
বিষয়টি পুলিশ ও উর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিকসহ অভিযোগকারী সুখরঞ্জনের গতিবিধি, কথাবার্তা অসংলগ্ন মনে হলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে সুখরঞ্জন পাল বলেন নিজেই রাত আড়াইটার দিকে প্রতিমা ভাঙচুর করে।
সুখরঞ্জন পাল জানান, দীর্ঘদিন প্রতিপক্ষের সাথে জমা-জমি নিয়ে মামলা মোকদ্দমা চলমান রয়েছে। কোনভাবেই তাদের ঘায়েল করতে না পেরে প্রতিমা ভাঙচুরের কাজ করে প্রতিপক্ষকে ফাঁসাতে চেয়েছিল। এসময় পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
এব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সোলায়মান জানান, অভিযোগকারী সুখরঞ্জন পাল প্রতিমা ভাঙার স্বীকারোক্তি মূলক জবানবন্দী দেয়ায় তাকে গ্রেফতার করা হয়।
ঘটনাস্থল উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ পরিদর্শন করেন।