বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০৪:৩৭ পূর্বাহ্ন
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়ায় মাছ শিকার করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক জেলের মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলার ২ নম্বর নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের এ ঘটনা ঘটে।
নিহত মোঃ ইউনুস চৌকিদার (৫০) ২নম্বর নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের চরখালী গ্রামের মৃত রুহুল আমিন চৌকিদারের ছেলে। ইউনুস চৌকিদার পেশায় জেলে। তাঁর দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।
ইউনুস চৌকিদারের ছোট ছেলে সাজিদ চৌকিদার জানান, সোমবার সন্ধ্যায় বাবা সাথে পাশের নদীতে চরগরা জাল দিয়ে মাছ শিকার করতে যায়। বয়াতিবাড়ীর সামনের আলগা চরে মোঃ কাওসার বয়াতির এর ধানক্ষেতের কাছে গেলে ধানক্ষেতে ইঁদুর মারার বিদ্যুতের ফাঁদে বিদুৎপৃষ্ট হয়। এ সময় আমি ডাক চিৎকার দিলে এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ভান্ডারিয়া হাসপাতালের মেডিকেল অফিসার ডা: আহম্মেদ শফি জানান, রাতে তাদের হাসপাতালে ইউনুস নামের এক ব্যাক্তিকে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মৃত অবস্থায় নিয়ে আসে তার স্বজনরা।
ভান্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো: জসিম জানান, ইউনুসের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।