বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২৩ অপরাহ্ন
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়ায় ভান্ডারিয়ায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ভান্ডারিয়া এরিয়া প্রোগ্রামের ‘‘হংকং সরকারের বিশেষ প্রশাসনিক অঞ্চল”এর সহায়তায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ৪২২০টি পরিবারের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন অনুষ্ঠানের উদ্ভোধন করা হয়েছে।
বুধবার সকাল সারে ১০ টায় এরিয়া প্রোগ্রাম অফিস প্রাঙ্গনে আযোজিত অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বরিশাল এরিয়া কোর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার সিলভিয়া ডেইজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: ইয়াসির আরাফাত রানা।
অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল এরিয়া প্রেগ্রাম ম্যানেজার আগস্টিন সরকার, ফাইনান্স অফিসার সিমন হালদার, প্রোগ্রাম অফিসার সুবাস জয়ধর ও জুনিয়র প্রোগ্রাম অফিসার লাভলী খাতুন প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন,‘‘ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সবসময় ভান্ডারিয়া উপজেলার দু:স্থ মানুষের পাশে রয়েছে এবং অত্যন্ত স্বচ্ছভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে। উপজেলা প্রশাসন প্রক্রিয়ার শুরু থেকে সবসময় ওয়ার্ল্ড ভিশনের সঙ্গে আছে এবং যেকোন প্রয়োজনে সহায়তা দেবে। ৪২২০ টি পরিবার যে সহায়তা পাচ্ছে, এটা ভান্ডারিয়া উপজেলাবাসীর জন্য বড় একটা উপকার বয়ে নিয়ে আসবে। আমি বিশ্বাস করি তারা এটা যথাযথ ব্যবহার করবে।”
সিলভিয়া ডেইজী বলেন, “ রেমালে ঘটে যাওয়া ক্ষতি ভান্ডারিয়াবাসী অনেকাংশে পূরণ করে ফেলেছেন। তবে এখন যে সহায়তা পাচ্ছেন, সেটা ক্রয় করতে আপনাদের যে অর্থ খরচ হতো, তা আপনারা আয়বর্ধক কাজে ব্যয় করলে সেটা আপনাদের কাজে লাগবে।”
উল্লেখ্য ১০০টি পরিবারকে উক্ত সহায়তা প্রদানের মাধ্যমে অনুষ্ঠানটি উদ্ভোধন করা হলেও পর্যায়ক্রমে ৪২২০ টি পরিবারকে পর্যায়ক্রমে ২০ কেজি চাল, সয়াবিন তেল-২ লিটার, মুসুর ডাল ২ কেজি, মুগ ডাল ২ কেজি, ছোলার ডাল ৩ কেজি, চিরা ১ কেজি, লবন ৫০০ গ্রাম, চিনি ৫০০ গ্রাম, ঢাকনা সহ বালতি ১ টি, গ্যালন ১ টি, মগ ১টি, গোসলের সাবান ৫টি, এন্টিসেপটিক জীবানু নাশক ১টি, ডিটারজেন্ট পাউডার ১ কেজি, স্যানিটারি প্যাড ২০ টি, তথ্যসম্বলিট লিফলেট ১টি ও খাবার স্যালাই ২০ টি প্রদান করা হবে।