কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালীতে ১৪ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার কেউন্দিয়া শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শ্রেণিকক্ষে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবি কাউখালী উপজেলা শাখার আয়োজনে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প দ্বিতীয় পর্যায়ে কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শেখ মনজুর এলাহী, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মারিয়া রহমান,কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, কেউন্দিয়া শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শামসুর রহমান মিজান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিআরডিবির হিসাব সহকারী মোঃ জিনারুল ইসলাম, অত্র বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী। প্রশিক্ষণে অত্র বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে সেনেটারি প্যাড, খাতা ও কলম বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ বলেন, বাল্যবিবাহ জাতির জন্য একটা অভিশাপ। আমরা সবাই বাল্যবিবাহকে না বলি। এ সময় উপস্থিত ছাত্রীরা একমত পোষণ করেন তারা বাল্যবিবাহে আবদ্ধ হবে না।