নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরে নেছারাবাদ উপজেলা জালাবাড়ি ইউনিয়নে সামাজিক বনায়নের বন বিভাগের দুইটি গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা। স্থানীয়দের মাধ্যমে গাছ কাটার খবর পেয়েও সেই গাছ উদ্ধার করতে পারেনি উপজেলা বন বিভাগ। কে বা কারা ঐ গাছ কেটে নিয়েছে তা জানেনা উপজেলা বন কর্মকর্তা মো. মোশারফ হোসেন।
স্থানীয়রা জানান, গত ১৫ই নভেম্বর (শুক্রবার) সকালে নাপিতখালি গ্রামে একটি গামারি ও একটি আকাশমনি গাছ কাটছিল কিছু লোক। এসময় তারা ছবি করে উপজেলা বনবিভাগকে অবহিত করে। খবর পেয়ে তারা ঘটনার বিষয়টি বনবিভাগকে অবহিত করলেও শনিবার ঘটনাস্থলে গিয়ে তারা সে গাছ দেখতে পাননি। তারা ঘটনাস্থলে পৌছাবার পূর্বে গাছ নিয়ে সটকে পড়ে র্দুবৃত্তরা।
এ বিষয়ে জলাবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম জানান কেউ কোন কাজ করলে আমাকে জানায়না। যাহারা গাছ কাটছেন তারা আমাকে জিজ্ঞাসা করার অপেক্ষা রাখেনা।
এ বিষয়ে বন বিভাগ কর্মকর্তা মো. মোশারফ হোসেন জানান, আমরা খবর পেয়ে ঘটনা স্থলে লোক পাঠিয়েছিলাম কিন্তু গাছ উদ্ধার করতে পারিনি। সরেজমিনে পৌছাবার পূর্বেই দুর্বৃত্তরা গাছ নিয়ে গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।