বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২৩ অপরাহ্ন
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভান্ডারিয়া পৌরসভার বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে আট লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগে দু’জন গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন পৌরশহরের ৫নম্বর ওয়ার্ডের ছিদ্দিক হাওলাদারের ছেলে রাব্বি হাওলাদার (১৮) এবং মোঃ কালাম হাওলাদারের ছেলে তায়েব হাওলাদার (১৯)।
মামলা সূত্রে জানা যায় যে, পৌর শহরের মো. হারুন জোমাদ্দার এর ছেলে মোঃ সুমন জোমাদ্দার সোমবার রাত সাড়ে ৮টার দিকে প্রতিদিনের ন্যায় ভান্ডারিয়া বাজার থেকে বিকাশের দোকান বন্ধ করে দক্ষিণ পূর্ব ভান্ডারিয়া বাড়ীতে পৌছা মাত্র ওঁত পেতে থাকা ৪-৫ জনের একদল দুর্বৃত্ত সুমন-কে লক্ষ করে তার ছোখে মরিচের গুড়া ছিটিয়ে তার সঙ্গে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। এসময় সে একজনকে ঝাপটে ধরলে অপর ছিনতাইকারীরা তাকে এলোপাথারী ভাবে কুপিয়ে মারাত্বকভাবে যখম করে। এসময় সুমন এর ডাক চিৎকার প্রতিবেশীরা এগিয়ে এসে দুইজন ছিনতাইকারীকে আটক করে। আটককৃতরা হলেন পৌরসভার ৫নং ওয়ার্ডের ছিদ্দিক হাওলাদারের ছেলে রাব্বি হাওলাদার এবং মোঃ কালাম হাওলাদারের ছেলে তায়েব হাওলাদার । এলাকাবাসী আটককৃদ থানা পুলিশে সোপর্দ করলে পুলিশ তাদের জেল হাজতে প্রেরণ করে।
এ ঘটনায় ব্যবসায়ী সুমনের স্ত্রী লাভলী আক্তার বাদী হয়ে ভান্ডরিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন এ বিষয়ে ভান্ডারিয়া থানা অফিসার ইনচার্জ আহমদ আনওয়ার জানান, এঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের কাছ থেকে একটি দাও জব্দ করা হয়েছে। দুই আসামীকে গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে অন্য আসামীদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।