বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১০:০৩ পূর্বাহ্ন
ভান্ডারিয়া প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়ায় চাঞ্চল্যকর ৫ আগস্টের উদ্ভূত পরিস্থিতির সুযোগ নিয়ে ব্যাবসায়ী মোঃ রফিকুল ইসলাম মিঠু সিকদার কে নৃশংস ভাবে হত্যার প্রধান আসামী মোঃ জহির সরদার কে গ্রেফতার করেছে র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে র্যাব-৮ এর কাম্পানি কমান্ডার মোঃ অমিত হাসান সিপিএসসি এর নেতৃত্বে একটি আভিযানিক দল বরিশাল সদরের লঞ্চঘাট এলাকা থেকে আটক করে।
পাওনা টাকা ফেরত না দেওয়াকে কেন্দ্র করে গত ৫ আগস্ট রাতে মিঠুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে প্রতিপক্ষের লোকজন। পরের দিন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মিঠুর মৃত্যু হয়। পরবর্তীতে এ ঘটনায় ১৬ আগস্ট মৃতের স্ত্রী পলি আক্তার বাদি হয়ে ভান্ডারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সেই থেকে র্যাব আসামী আটকের অভিযান অব্যাহত রাখে। আটক মোঃ জহির সরদার উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ ভিটাবাড়িয়া গ্রামের মৃত এছাহাক সরদারের পুত্র। আটককৃতকে ভান্ডারিয়া থানায় হস্তান্তর করেছে র্যাব।
ভান্ডারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়া উদ্দিন জনান, রফিকুল ইসলাম মিঠু হত্যা মামলার এজাহার নামীয় প্রধান আসামী জহির সরদারকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত রিমাণ্ড আবেদন মঞ্জুর করলে তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।