বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৮:১৩ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধি
“মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রæতির বাস্তবায়ন চাই, খাদ্য অধিকার আইন চাই” এই শ্লোগানকে সামনে রেখে খাদ্য অধিকার সপ্তাহ – ২০১৯ উপলক্ষ্যে পিরোজপুরে জমায়েত ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে পিরোজপুর গোপালকৃষ্ণ টাউনক্লাব চত্ত¡র থেকে র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে স্বাধীনতা মঞ্চে এসে শেষ হয়। এর আগে জমায়েতে বিভিন্ন সুপারিশ সহ একটি কিনোট পেপার উপস্থাপন করা হয়। এতে বক্তব্য দেন কৃষানী রীতা রানী মিস্ত্রি । তিনি বলেন, আমরা সারা বছর অক্লান্ত পরিশ্রম করে ফসল ফলাই, বিভিন্ন ধরনের শাক-সবজি উৎপাদন করি।
কিন্তু এ সকল কৃষি পন্যের ন্যায্য দাম আমরা পাই না। আড়তদার, খাজনাদারদের কারনে কৃষকেরা তাদের পন্য সরাসরি বিক্রয় করতে পারে না। রাসায়নিক সার ব্যবহারের কারনে কাচাঁ সাক-সবজী বেশিদিন মজুদ করে রাখা যায় না। তিনি আরো বলেন কৃষকদের পন্য সরাসরি বিক্রয়ের জন্য নিদিষ্ট বাজারের ব্যবস্থা করতে হবে। রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সারের ব্যবহারে কৃষকদের উৎসাহিত করতে হবে। আড়তদার,খাজনাদার,পাইকারী ব্যবসায়ীদের দৌড়াত্য প্রতিরোধ করতে হবে। তিনি রাষ্ট্রের কাছে সবার জন্য নিরাপদ ও পুষ্টি কর খাদ্যের নিশ্চয়তা দাবি করেন। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রæতির বাস্তবায়ন সহ খাদ্য অধিকার আইনের দ্রæত বাস্তবায়ন দাবী করেন। খানি-খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক,বাংলাদেশ এর সহযোগিতায় পিরোজপুর গণ উন্নয়ন সমিতি এ কার্যক্রমটি বাস্তবায়ন করে।