রবিবার, ০৪ Jun ২০২৩, ০৫:৪৯ পূর্বাহ্ন
বরিশাল নগরীর রুপাতলী থেকে মো. শহীদুল ইসলাম ওরফে প্রিন্স (৩৫) নামে এক জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারের বিষয়টি রাত ৯টার দিকে এক ইমেল বার্তায় নিশ্চিত করেছে র্যাব রুপাতলী সদর দপ্তর।
র্যাব অফিস সূত্র জানায়- গ্রেপ্তার শহীদুল ইসলামের বাড়ি বরিশালের
মেহেন্দিগঞ্জ উপজেলায় হলেও সে জেএমবি সক্রিয় সদস্য হিসেবে কার্যক্রম চালিয়ে
আসছিল। দাওয়াতি কাজ চালাতে গিয়ে সে স্থানভেদে বিভিন্ন সময় বিভিন্ন পেশা
গ্রহণ করে।
স্থানীয় শাহ আলম বেপারীর ছেলে শহীদুল এলাকার স্কুলে লেখাপড়া করে। ইতিপুর্বে
সে নারায়নগঞ্জে গাড়ি ড্রাইভার হিসাবে কাজ করত। ঢাকায় অবস্থানকালে শীর্ষ
জেএমবি সদস্যদের সান্নিধ্যে জেএমবি কর্মকান্ডে অনুপ্রানিত হয় এবং দাওয়াতি
কাজ পরিচালনার জন্য ঢাকা, বরিশালসহ দেশের বিভিন্ন বিভাগে ভ্রমণ করে। নিজের
পেশার আড়ালে ছদ্মবেশে উগ্রপন্থী কর্মকান্ড নতুনভাবে দেশব্যাপী গুছিয়ে আনতে
পরিকল্পনা মোতাবেক কাজ করে আসছে। যার অংশ হিসেবে সে শাহীদুল ইসলাম বরিশালে
আসে। কিন্তু এখানে কার্যক্রম শুরুর আগেই গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান
নিশ্চিত হয়ে গ্রেপ্তার করা হয়েছে।
এই ঘটনায় র্যাব একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে।