বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০১:৩১ অপরাহ্ন
পিরোজপুর প্রতিনিধিঃ
ইন্দুরকানীতে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মনোয়ারা বেগম (৭৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে ইন্দুরকানী বাজারের বেলতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। মনোয়ারা বেগম মোড়েলগ্ঞ্জ উপজেলা পুটিখালী গ্রামের মৃত্যু আঃ সোবহান খানের স্ত্রী । তিনি মোড়েলগঞ্জ থেকে কয়েক দিন আগে ইন্দুরকানী বাজারে তার জামাই বালু ব্যবসায়ী শহিদুল বাসায় বেড়াতে আসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে বাসার ছাদে চালের গুড়া শুকানোর জন্য গেলে ছাদ সংলগ্ন ১১হাজার কেঃ বিঃ ভোল্টের বিদ্যুৎ লাইনের তারের স্পর্শে ৩ তলা ছাদ থেকে তিনি ছিটকে মটিতে পড়ে যান । পরে তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।
এব্যাপারে তার মেয়ে স্কুল শিক্ষিকা নাজমা জানান, সকালে মাকে বাসায় রেখে আমি এবং আমার স্বামী বের হয়ে স্কুলে যাই । খবর পেয়ে এসে মাকে নিয়ে হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।