বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ০৪:০০ অপরাহ্ন
ভাণ্ডারিয়া প্রতিনিধিঃ পিরোজপুরের ভান্ডারিয়ায় জাতীয় স্কুল-মাদ্রাসার শীতকালিন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী আজ রোববার স্থানীয় বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলাচেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম। প্রতিযোগিতায় ৮টি ইভেন্টে উপজেলার মোট ৭৬টি বিদ্যালয়ের শিক্ষার্থী অংশ নেন। উপজেলা নির্বাহী অফিসার মো.নাজমুল আলমের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন. উপজেলা ভাইস চেয়ারম্যান মো.মশিউর রহমান মৃধা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জহিরুল আলম, অ্যাকাডেমিক সুপার ভাইজার মো. নজরুল ইসলাম,ইউপি চেয়ারম্যান মো. এনামুল করিম পান্না,মো. হুমায়ুন কবির, প্রধান শিক্ষক সঞ্জিব কুমার,মো হাদিসুর রহমান শিক্ষক আব্দুল মালেক হাওলাদার, শফিকুল ইসলাম আজাদ প্রমূখ উপস্থিত ছিলেন ভাÐারিয়া থানার উপ পরিদর্শকমো. হুমায়ুন কবির, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার, উপজেলা ছাত্রলীগের আহবায়ক রেদওয়ান সিকদার রিচান, পৌর ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন প্রমূখ ।