রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০৯:৫০ পূর্বাহ্ন
পিরোজপুরের ভান্ডারিয়ায় পৌষেও আষাঢ়ের মত বৃষ্টি। গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার রাত পর্যন্ত অবিরাম বৃষ্টি এবং গতকাল শনিবার থেমে থেমে মাঝারি ধরনের বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃষ্টির পানিতে আমন ধান ক্ষেতে পানি জমায় আধন ধানেরও ব্যাপক ক্ষতির আংশকা করছে কৃষকা। ক্ষতি হয়েছে মৌসুমী রবি শষ্যের। কাজে যেতে পারেনি নিম্নআয়ের মানুষ, দিনমজুর, শ্রমিকরা।
গতকাল শনিবার ভান্ডারিয়া বাজারে হাটের দিন থাকলেও বাজার ছিল প্রায়ই ফাকা। কারণ বর্ষা আর শীতের ফলে মানুষ ঘর থেকে বের হতে পারেনি। দুরপাল্লাসহ যানবাহনে যাত্রীদের ভিড় ছিল কম। শীত এবং শীত মৌসেুমে অবিরাম বৃষ্টির ফলে বেড়েছে ঠান্ডাজনিত রোগব্যাধি।
বৃষ্টিতে রাস্তাঘাটে পানি জমে পথচরীদের দুর্ভোগের সৃষ্টি হয়েছে। শহর ছাড়াও গ্রামের ছোট-খাট হাট বাজার ছিল ফাকা। স্কুল, কলেজে শিক্ষার্থীর উপস্থিতি ছিল কম।