শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৫:৫৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ইন্দুরকানিতে তুচ্ছ ঘটনায় কৃষককে ছুরিকাঘাত ভান্ডারিয়ায় পৌর বিএনপির উদ্যোগে দোয়া মোনাজাত ও ইফতার মাহফিল ভান্ডারিয়ায় জমিজমা ও বালুর ব্যবসা নিয়ে দ্বন্দ্বে একজনকে কুপিয়ে হত্যা ভান্ডারিয়ায় বিএনপির ইফতার মাহফিল ভান্ডারিয়ায় বাজার কমিটি এবং ব্যাবসায়ীদের করনীয় কর্মশালা অনুষ্ঠিত ভান্ডারিয়ায় জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ ভান্ডারিয়ায় সংবাদ সম্মেলনে কোটি টাকার দোকান ও জমি দখলের অভিযোগ তৃতীয় শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ নিয়ে ধূম্রজাল, পরিবারের দাবি হত্যা পিরোজপুরে চাঁদাবাজির মামলায় জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিসহ দুই জন গ্রেপ্তার ভান্ডারিয়ায় দুই কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ভান্ডারিয়ায় পালিয়ে বিয়ে করতে এসে প্রেমিকাকে নিয়ে পালালো বন্ধু! অপহরণ মামলায় দুই বন্ধু করাগারে ভান্ডারিয়ায় মানব সেবা ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ন্যায্য মূল্যের দোকান প্রেমে ব্যার্থ হয়ে কিটনাশক পানে কিশোরের আত্মহত্যা ভান্ডারিয়ায় এক ব্যবসায়ীকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ভান্ডারিয়ায় পৌর জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল ভান্ডারিয়ায় পুলিশের ওপেন হাউস-ডে অনুষ্ঠিত ভান্ডারিয়ায় ডাকাতিসহ হত্যা মামলায় ৫ জনকে যাবজ্জীবন কারাদন্ড পালিয়ে গিয়ে বিয়ের ৩ মাস পর স্বামী ও শশুরের বিরুদ্ধে ধর্ষণ মামলা; প্রতিবাদে এলাকাবাসির মানববন্ধন নেছারাবাদে ছাত্রলীগ সমর্থক থেকে কলেজ ছাত্রদলের সভাপতি, কমিটি ঘোষনার একদিনের মধ্যেই বিলুপ্তি ঘোষণা কাউখালীতে নারীদের মধ্যে হিজাব ও কুরআন মাজিদ বিতরণ
আজহারীর স্ট্যাটাস ভাইরাল

আজহারীর স্ট্যাটাস ভাইরাল

সম্প্রতি রাজনৈতিক মহলে শুরু হওয়া আলোচনার সূত্র ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী। সেখানে তিনি বলেন, আমি কোনো রাজনৈতিক দলের এজেন্ট নই। বুধবার রাত পৌনে ১২টায় নিজের ভেরিফায়েড পেজে দেয়া স্ট্যাটাসটি দ্রুত ভাইরাল হয়ে যায়।

তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

আমি কোনো দলের এজেন্ট বা প্রোডাক্ট নই। আর কোনো রাজনৈতিক দলের অর্থায়নে আমার শিক্ষা জীবনও কাটেনি। মিথ্যাচার যেন এদেশে মহামারিতে রূপ নিয়েছে। আর সেটা যখন প্রকাশ্যে, গণমাধ্যমে, দেশের কোনো উচ্চ পদস্থ দায়িত্বশীলের মুখ থেকে প্রকাশ পায়, তখন আফসোস আর হেদায়েতের দোয়া ছাড়া আর কিছুই করার থাকে না।

নিজের চিন্তা আর মতের বিরুদ্ধে গেলেই এদেশে একটা সস্তা ট্যাগ লাগিয়ে দেয়া হয়। আর সেটা হলো ‘জামায়াত শিবির’। এবার আপনি মুক্তিযোদ্ধার সন্তান হোন অথবা মনেপ্রাণে একজন প্রকৃত দেশপ্রেমিক হোন। দ্যাট ডাজেন্ট মেটার। ভিন্নমতকে দমনের এই অপকৌশল পুরো জাতির ভাগ্যে ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে।

একজন দা’ঈ ইলাল্লাহর কোন দল নাই। তিনি সকল দলের, সকল মানুষের। তাদেরকে দলীয়করণ না করে ব্যাপক ভাবে দ্বীনের খেদমতের সুযোগ করে দেয়া উচিত। দেশের সব দলের মানুষ যেন তাদের দ্বারা আলোকিত হতে পারে সেটার পরিবেশ থাকা উচিত।

আমি সরকার বিরোধী নই। আমি অন্যায় বিরোধী। তাই, কোন অন্যায় দেখলে সে ব্যাপারে কথা বলা আমাদের নৈতিক দায়িত্ব। এবার সে অন্যায় যেই করুক না কেন, যে দলই হোক না কেন।

ব্যক্তিগতভাবে, এদেশের রাজনীতিতে আমার কোন ইন্টারেস্ট নেই। স্যোশাল এক্টিভিটি ও দা’ওয়াহ এক্টিভিটি এদুটি কাজই হল আমার আগ্রহের মূল কেন্দ্রবিন্দু।

আমার মিশন হল এদেশে ইসলামের মধ্যমপন্থার সৌন্দর্য্যকে প্রমোট করা। যেটাকে আরবিতে বলে আল-ওয়াসাতিয়্যাহ। জীবন যাপনে ভারসাম্য, চিন্তায় ভারসাম্য, কাজে ভারসাম্য, এবং আচরণে ভারসাম্যপূর্ণ মুসলিম তৈরি করা।

ভিন্ন মতের ব্যাপারে আমি বরাবরের মতই শ্রদ্ধাশীল। সকল মুসলমানকে আপন ভাইয়ের মত শ্রদ্ধা করি ও ভালোবাসি। তাদের নাজাতের জন্যে মন ভরে দোয়া করি। কারো পিছু লেগে থাকা, কাদাছোড়াছোড়ি করা এবং কোন মুসলিম ভাইয়ের ব্যাপারে অন্তরে হিংসা পুষে রাখা পছন্দ করিনা। কারণ ইসলাম আমাকে এটা শিখায়নি। আর প্রিয় নবীর আদর্শও এমনটি নয়।

আমি চাই বিভিন্ন ঘরনার আলেমরা সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের চর্চা করুক। তাদের উদারতার প্রভাব পরুক দেশের সকল শ্রেণির মানুষের মাঝে। সংকীর্ণতা আর হীনমন্যতা পরিহার করে, দ্বীনের সকল দ্বায়ীরা কুরআন সুন্নাহর সুধা বিলাতে থাকুক পুরো দেশ জুড়ে, পুরো পৃথিবী জুড়ে।

উল্লেখ্য, ড. মিজানুর রহমান আজহারীকে ‘জামায়াতের প্রোডাক্ট’ বলে মন্তব্য করেছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ। গত মঙ্গলবার (২৮ জানুয়ারি) জামালপুরে ইসলামিক ফাউন্ডেশনের মডেল মসজিদের নির্মাণকাজ পরিদর্শনকালে এমন মন্তব্য করেন তিনি।

 

সুত্র সময় টিভি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019 pirojpursomoy.com
Design By Rana
error: Content is protected !!