রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৬ অপরাহ্ন
জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে এবার আখাউড়া পৌরশহরেও দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ ট্রাক্টর। এছাড়াও পৌরশহরের সড়ক বাজারের রাস্তায় যেখানে সেখানে মোটরসাইকেল, অটোরিকশা, ভ্যানগাড়ি পার্কিং করে দীর্ঘ যানজটের সৃষ্টি করা হচ্ছে। চরম দুর্ভোগের মধ্যে রয়েছে সাধারণ মানুষ। গতকাল শনিবার এ সব খোঁজ নিয়ে জানা গেছে।
এলাকাবাসী ও ভুক্তভোগীরা জানায়,করোনা পরিস্থিতির আগে পুলিশ সড়ক বাজারের অবৈধ পার্কিং ও ফুটপাতের দোকানপাট তুলে দিলে যানজট নিরসন হয়। বর্তমানে লকডাউন তুলে দেওয়ার পর সড়ক বাজারের রাস্তায় যেখানে সেখানে মোটরসাইকেল, অটোরিকশা, ভ্যানগাড়ির পার্কিংসহ বালু বোঝায় অবৈধ ট্রাক্টর চলাচলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়ে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক রিকশা চালক জানায়,পুলিশ যতক্ষণ সড়ক বাজারে থাকছে ঠিক ততক্ষণ অবৈধ পার্কিং ও টাক্টর চলাচল বন্ধ থাকছে,পুলিশ চলে গেলেই পুনরায় শুরু হয় তাদের তৎপরতা। তারা আরো জানায়,আখাউড়ার সমস্ত রাস্তায় ট্রাক্ট্রর দাপিয়ে বেড়াচ্ছে। এ সব ট্রাক্ট্রর চলাচলে বিভিন্ন রাস্তাঘাট ভেঙেচুড়ে তছনছ হয়ে গেলেও কোন প্রতিকার নেই। প্রশাসনের নাকের ডগা দিয়ে চলছে অবৈধ ট্রাক্টর।
ভুক্তভোগীরা আরও জানায়,ট্রাক্টরগুলোতে অতিরিক্ত বালু থাকায় চলাচলের সময় বাজারে ছিটকে পড়ছে বালু। চলছে বেপরোয়া। আগে বালুবাহি ট্রাক্টর চলাচল করেনী কিন্তু সম্প্রতি সড়ক বাজারে দাপিয়ে বেড়াচ্ছে বালু বোঝাই ট্রাক্টর।
আখাউড়া উপজেলা নির্বাহি কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা জানায়,যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের অভিযান চলছে।
তিনি যানজট সৃষ্টি কারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ও জানিয়েছেন।