ভারতের উপকূলীয় শহর পুরীতে গিয়ে বাঙালির হোটেল না পাওয়ার ভোগান্তি কমাতে চান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিন দিনের ওড়িশা সফরের দ্বিতীয় দিনেই ‘বাংলা নিবাস’ তৈরির জন্য জমি পছন্দ করলেন তিনি। তবে কতটা জমি এবং তাতে কত বড় বাংলা নিবাস বানানো হবে সে ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি মুখ্যমন্ত্রী। বুধবার জগন্নাথ মন্দিরে পুজো দিতে যাওয়ার আগে ওই জমি দেখেন তিনি। এরপর ভাঙা ভাঙা ওড়িয়া ভাষায় বলেন, ‘খুশি আছুন্তি। জমি দেখুন্তি। কাল নবীনজিকে সাথ মিলুন্তি।’ বৃহস্পতিবারই ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে মমতার।
মঙ্গলবার দুপুরে ওড়িশা গেছেন মমতা। ওড়িশা সরকার নিউ পুরী এলাকায় বিভিন্ন রাজ্যের বসতি বানানোর জন্য জমি লিজ দিচ্ছে। তার মধ্যে পশ্চিমবঙ্গের জন্যও জমি রয়েছে। বুধবার সেই জমিই দেখতে যান মমতা। সেখানে গিয়ে ওড়িশা প্রশাসনের কর্তাদের সঙ্গেও কথা বলেন তিনি।
প্রশাসনিক সূত্রে জানা গেছে, ৯৯ বছরের লিজে জমি দেবে ওড়িশা সরকার। তবে জমির পরিমাপ এখনো চূড়ান্ত হয়নি। মমতা জানিয়েছেন, বৃহস্পতিবার এ বিষয়ে বিস্তারিত কথা হবে। তিনি বলেন, ‘কাল (বৃহস্পতিবার) সৌজন্য বৈঠক। উন্নয়ন বৈঠক। বাংলা নিবাস নিয়েও আলোচনা হবে।’ তবে বিজেপি ও কংগ্রেস বিরোধী জোট নিয়ে নবীনের সঙ্গে কোনো কথা হবে কি না সে বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি মমতা।
পুরী অনেক জনপ্রিয় পর্যটনকেন্দ্র। সারা বছর পুরী ছাড়াও ওড়িশার বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের পর্যটকেরা যান। এ নিয়ে মমতা বলেন, ‘বাংলার মানুষ ওড়িশাকে ফার্স্ট হোম, সুইট হোম মনে করে। বছরে পাঁচ বার আসেন অনেকে। রথ, উল্টোরথ, স্নানযাত্রা ছাড়াও ছুটিতে আসেন। অনেকেই হোটেল পান না। সে কারণেই এখানে রাজ্যের নিবাস হওয়া জরুরি।’
বৃহস্পতিবার জমি দেখার পর তা যে নিজের পছন্দ হয়েছে তা-ও জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘জায়গা পছন্দ হয়েছে। ভালো স্পট।’
নবীনকে ধন্যবাদ জানিয়ে মমতা বলেন, ‘আমি ধন্যবাদ জানাব যে উনি ভেবেছেন। কাল উনি সিদ্ধান্ত নেবেন কত একর জমি পশ্চিমবঙ্গ পাবে।’ জমি পাওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব কাজ শুরু করতে চান মুখ্যমন্ত্রী। কত মানুষের থাকার জায়গা হবে ওই নিবাসে জানতে চাইলে মুখ্যমন্ত্রী বলেন, ‘নিউ পুরী আমরা শুরু করব ভবন বানিয়ে। সয়েল টেস্ট হয়ে গেলেই কাজ শুরু হবে। নকশা ভালো করতে হবে। বেশি টাকা নেই। তবে কম টাকায় ভালো কিছু বানাতে চাই। বিল্ডিং প্ল্যান অনুযায়ী ঠিক হবে কত মানুষ থাকতে পারবেন।’
সূত্র : আনন্দবাজার পত্রিকা