বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:৪৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ভান্ডারিয়ার কুখ্যাত ডাকাত কাইউম কবিরাজ ঢাকার সাভার থেকে গ্রেপ্তার অতিরিক্ত পরীক্ষা ফি আদায়ের প্রতিবাদে ভান্ডারিয়া শিক্ষার্থীদের বিক্ষোভ ॥ অবস্থান কর্মসূচী (ভিডিও) ভান্ডারিয়ায় গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণ ভান্ডরিয়ায় বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে আট লক্ষ টাকা ছিনতাই  দুই ছিনাতাকারী গ্রেপ্তার ভান্ডারিয়ায় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা ভ্রাম্যমান আদালতে ৬ ব্যবসায়ীকে জরিমানা ভান্ডারিয়ায় বিএনপি সদস্য সচিবের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কাউখালীতে অর্থনৈতিক শুমারি উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নেছারাবাদে বন বিভাগের গাছ কেটে নিল দুর্বৃত্তরা কাউখালীতে স্বেচ্ছাসেবক ও মেডিকেল ক্যাম্প উদ্বোধন কাউখালীতে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভান্ডারিয়ায় বিআরডিবি কর্তৃক মাসিক যৌথ সভা ও ই-প্রশিক্ষণ অনুষ্ঠিত নেছারাবাদে জোড়পূর্বক ১৭ লাখ টাকার পাওনার বিপরীতে ২ কোটি টাকার সম্পদ লিখে নেয়ার অভিযোগ ভান্ডারিয়ায় রেমালে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান ভান্ডারিয়ায় ঝাড়ফুঁক নিতে এসে বৃদ্ধের মৃত্যু মঠবাড়িয়ায় মাদ্রাসা শিক্ষকের লাশ উদ্বার কাউখালীতে পলিথিন ব্যাগ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত কাউখালীতে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার কাউখালীতে শহীদ জিয়া স্মৃতি হাডুডু টুর্নামেন্ট খেলার উদ্বোধন ভান্ডারিয়ায় ইঁদুর মারা ফাঁদে প্রাণ গেল জেলের কাউখালীতে কৃষি উপকরণ বিতরণ
কাউখালীতে তালাবদ্ধ নৌ আবহাওয়া অফিস, নেই কোন তদারকি

কাউখালীতে তালাবদ্ধ নৌ আবহাওয়া অফিস, নেই কোন তদারকি

রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালীতে নির্মানের প্রায় এক দশক অতিবাহিত হলেও উপজেলা লঞ্চঘাটে অবস্থিত একমাত্র নৌ আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রটি অভিভাবকহীন অবস্থায় পড়ে আছে। কিছু জনবল নিয়োগ দিলেও তারা নিয়মিত অফিসে আসেন না বলে অভিযোগ রয়েছে। তাদের নেই কোন কার্যক্রম। আর প্রাথমিক যেসব যন্ত্রপাতি রয়েছে তাও অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। তাদের যে কাঙ্ক্ষিত সেবা দৈনিক আবহাওয়ার পূর্বাভাস, ঘূর্ণিঝড়ের (বিশেষ বিজ্ঞপ্তি), ভারী বর্ষণের সতর্কতা, দীর্ঘ মেয়াদী আবহাওয়ার পূর্বাভাস কোন সেবাই মিলছে না এই অফিস থেকে। স্থানীয়দের অভিযোগ এখানে আবহাওয়া অফিস থাকলেও সেখান থেকে তারা কোন সেবা পান না।
মংলা সমুদ্র বন্দর থেকে পিরোজপুর-গাবখান চ্যানেল হয়ে ঢাকা যেতে যে রুটটি ব্যবহৃত হয় সে পথে কাউখালী একটি উল্লেখযোগ্য স্পট। কেননা কাউখালীর এ জায়গাটি থেকে দুটি নদী দুটি রুট সৃষ্টি করেছে। একটি স্বরুপকাঠীর সন্ধ্যা নদী হয়ে ঢাকা, অন্যটি গাবখান চ্যানেল দিয়ে বরিশাল হয়ে ঢাকা। ফলে এ নৌরুটের একটি গুরুত্বপূর্ণ স্পট হয়ে দাড়িয়েছে কাউখালী নৌবন্দর। আর একে কেন্দ্র করেই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এখানে তৈরী হয়েছে এ অঞ্চলের একমাত্র ১ম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগার, নৌ আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র। নির্মান কাজে প্রায় ১ কোটি টাকা খরচ হলেও অফিসের যন্ত্রপাতির হিসেব এখনো অজানাই রয়ে গেছে। তবে স্থানীয়রা বলেছেন অফিসের লোকবল এবং কর্মকান্ড সবই অদৃশ্যমান।
কাউখালী উপজেলার কুমিয়ান এলাকার স্থায়ী বাসিন্দা রফিকুল ইসলাম সোহাগ জানান, আমরা সবসময়ই এই আবহাওয়া অফিসের সামনে থেকে চলাফেরা করি । বছরের পর বছর ধরে এই অফিসের গেটে তালা বদ্ধ অবস্থায় দেখতে পাই । কখনোই এই অফিসের তালা খোলা হয় না । তবে অফিসের পিছনের গেট থেকে মাসের ভিতরে দুই একবার অফিসের কর্মচারীরা আসে হাজিরা যাওয়ার জন্য।
কাউখালী উপজেলার বিশিষ্ট সমাজসেবক আব্দুল লতিফ খসরু বলেন, এই রুট থেকে দেশের বিভিন্ন প্রান্তে নৌযান চলাচল করে। এটি একটি গুরুত্বপূর্ণ রুট বিধায় এখানে এই আবহাওয়া অফিস টি স্থাপন করা হয়েছে। কিন্তু এখানে কর্মকর্তা কর্মচারীরা নিয়মিত না আসায় এ অফিস থেকে কোন সুফল পায় না স্থানীয় বাসিন্দারা।
জানা গেছে, ২০১২ সালে মূল ভবন নির্মান কাজ শেষ হয়, হস্তান্তর হয় ২০১৬ সালে। আর জনবল নিয়োগ দেয়া হয় ২০১৮ সালে। নির্মানের ৫ বছর পর আনসার নিয়োগ দেয়া হলেও ৬ বছরের মধ্যে কোন জনবল ওঠেনি সেখানে। অফিসের লোকদের সেখানে দেখা মেলে কালেভদ্রে। তারা মাসের মধ্যে দুই একদিন হাজিরা দিয়ে পুরো মাসের বেতন তূলে আবার চলে যান। বহুদিন তাদের সাথে দেখা করতে গেলেও তাদের সাথে দেখা মেলেনি।
এ ব্যাপারে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা জানান,  আবহাওয়া অফিসের ব্যাপারে কোন অনিয়ম থাকলে তিনি খোঁজ নিয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নিবেন ।
উল্লেখ্য গণপূর্ত বিভাগ ২০০৮ সালে ৯০ লক্ষ টাকা ব্যায়ে এর নির্মান কাজ শুরু করে। আর ২০১২ সালে এর নির্মান কাজ শেষ হয়।
Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019 pirojpursomoy.com
Design By Rana
error: Content is protected !!