বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৬:২৯ পূর্বাহ্ন
গত ২৮ শে আগস্ট “দৈনিক যুগান্তর” পত্রিকায় প্রকাশিত, “ইন্দুরকানীতে বহিস্কৃত শিক্ষক এইচএসসির কক্ষ পরিদশক” শিরোনামে একটি সংবাদ আমার দৃস্টিগোচর হয়। উক্ত সংবাদে লেখা হয়েছে কয়েক বছর আগে ইসলামি বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার অধিনে টগড়া দারুল ইসলাম কামিল মাদরাসায় পরীক্ষায় অনিয়মের কারনে আমাকে সব পাবলিক পরীক্ষা থেকে বহিস্কার করা হয়েছে মর্মে সংবাদ প্রকাশিত হয়েছে। উক্ত সংবাদের বিষয়ে আমার বক্তব্য হলো উক্ত সংবাদটি শতাব্দির জঘন্যতম ভ্রান্ত সংবাদ, আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি ইন্দুরকানীর উক্ত সংবাদ দাতাকে এই ধরনের সংবাদ প্রকাশের প্রমান দেখতে চাইলে এবং আমার বক্তব্য বা আমার প্রতিষ্ঠান প্রধানের বক্তব্য না নিয়ে কেন মিথ্যা সংবাদ প্রকাশ করা হলো এ বিয়য়ে জানতে চাইলে তিনি বিষয়টির জন্য বিনীতভাবে দুঃখ প্রকাশ করেন, এবং তিনি নিজে একটি পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ দিবেন ও আমাকে দিতে পরামশ দেন। উল্লেখ্য যে আমি বর্তমানে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আলিম ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল,কামিল এর একজন পরীক্ষক ও মাত্র শেষ হওয়া ফাজিল পরীক্ষা পরিচালনার একজন সিনিয়র সদ্স্য ছিলাম। এছাড়াও আলিম,ফাজিল, কামিল পরীক্ষার খুবই গুরুত্ব র্পূন কাজে নিয়োজিত রয়েছি। মোঃ ইউসুফ প্রভাষক,টগড়া দারুল ইসলাম কামিল মাদরাসা পিরোজপুর।