কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালীতে ফসলের বিভিন্ন ধরনের অতিরিক্ত কীটনাশক প্রয়োগের কারণে মাঠ থেকে হারিয়ে যাচ্ছে নানা প্রজাতির দেশী পাখি। এক সময় উপজেলার বিভিন্ন গ্রাম গঞ্জের ছোট বড় গাছপালার ডালে দেখা যেত হরেক রকম দেশি-বিদেশি পাখি। বর্তমানে আর চোখে পড়ে না বা শোনাও যায় না সেই সব পাখির কিচির মিচির ডাক। এলাকার সচেতন জনগণ বলেন, ফল ফসলে অতিরিক্ত কীটনাশক প্রয়োগ ও খাদ্যের অভাবে হারিয়ে যাচ্ছে দেশী প্রজাতির বিভিন্ন ধরনের পাখি। দেশীয় পাখিগুলো টিকিয়ে রাখতে হলে সরকারের সুদৃষ্টি সহ জন সচেতনতা বাড়াতে হবে। রক্ষণাবেক্ষণ এর অভাবে বর্তমানে দেশীয় পাখি বিলুপ্তি হয়ে যাচ্ছে।