বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০১:৪০ অপরাহ্ন
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি :
পিরোজপুরের ইন্দুরকানীতে সড়ক দুর্ঘটনায় তরুণ ব্যবসায়ী মারুফ হোসেন (২৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার উমেদপুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মারুফ টগড়ার নিজ বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে পিরোজপুর যাওয়ার পথে উমেদপুর মোড়ে পৌঁছলে বিপরীত দিকে ঢাকা থেকে ছেড়ে আসা বনফুল পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে সে গুরুতর আহত হয়। এসময় তার ব্যবহৃত মোটরসাইকেলটি দুমড়ে মুর্ছে যায়। পরে স্থানীয় জনতা গুরুতর আহত মারুফকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। কিন্তু খুলনা নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত মারুফ উপজেলার টগড়া গ্রামের আব্দুস সালাম তালুকদারের সেজ পুত্র। সে উপজেলার চৌরাস্তা এলাকায় মার্বেল টাইলসের ব্যবসা করতেন।
ইন্দুরকানী থানার ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ব্যবসায়ী যুবককে খুলনা নেয়ার পথে মারা গেছে। এই ঘটনা ঘাতক বাস ও চালককে আটক করা হয়েছে।