বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:২৫ অপরাহ্ন
তরিকুল ইসলাম শামীমঃ
ভান্ডারিয়া কাউখালী ও নেছাড়াবাদ উপজেলার মানুষকে এখন থেকে হাটবাজারের খাজনা বাবদ কোনো টাকা দিতে হবে না। এই ঘোষণা দিয়েছেন পিরোজপুর-২ আসনের সংসদ-সদস্য জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজ। দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে তিনি এলাকার হাট, বাজার, ঘাট জনসাধারণের জন্য খাজনামুক্ত করার ঘোষণা দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন করতে যাচ্ছেন তিনি। এতে ৩ উপজেলার মানুষ ও ব্যবসায়ীদের মাঝে স্বস্তি বিরাজ করছে।
মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় ভান্ডারিয়া শেখ কামলা পৌর আডিটোরিয়ামে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার সকল মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের মাঝে ঈদ শুভেচ্ছা বিতরণ আনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিভিন্ন হাট বাজার ইজারার নামে অতিরিক্ত অর্থ আদায়ের আভিযোগ পাওয়া যায়। এমনকি এ নিয়ে সাধারণ মানুষ হয়রানি শিকার হয়। আমার নির্বাচনি এলাকার জনগনের কষ্ট লাঘবের এবং নির্যাতন থেকে মুক্তি দিতে ৩ উপজেলার সব হাট বাজারের খাজনা আমি ব্যাক্তিগতভাবে দিয়ে দিব।
এসময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসানি জন্য দেয়া চেয়ে আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামকে শান্তি, সৌহার্দ্য ও মানবতার জন্য কাজ করে যাচ্ছেন। ইসলাম শান্তি সম্প্রীতি ও মানবতার ধর্ম। শান্তির ধর্ম ইসলামের মর্মবাণী একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত পৌঁছে দিতে হবে। যাতে অন্যের ওপর কোন অন্যায়-অবিচার বা সন্ত্রাস-জঙ্গিবাদ যেন সৃষ্টি না হতে পারে।
জাতীয় ইমাম সমিতি ভান্ডারিয়া উপজেলা শাখার সভাপতি মোঃ জাকারিয়া আল কাসেমী এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন আরাফাত রানা, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুল রশিদ খসরু, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, অফিসার ইনচার্জ আবির মোহাম্মদ হোসেন, ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, জেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবু বকর সিদ্দিক মন্টু হাওলাদার, টুঙ্গিপাড়া আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারেক, উপজেলা যুবলীগ সভাপতি ও পৌর কাউন্সিলার এনামুল কবির টিপু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার প্রমুখ।