বুলবুল আহমেদ, রাজাপুর প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আলহাজ্ব শফিকুল আলম খন্দকার এর নিজস্ব আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়।
আলোচনা সভায় রাজাপুর উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাবেক অধ্যাপক আলহাজ্ব শফিকুল আলম খন্দকার যুদ্ধকালীন সময়ে দেশের জন্য মুক্তিযোদ্ধাদের অপরিসীম ত্যাগের কথা তুলে আলোচনা করেন। বক্তব্যের এক পর্যায়ে বীর মুক্তিযোদ্ধা খন্দকার শফিকুল আলম আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে সকলের কাছে দোয়া কামনা করেন।
এ সময় বক্তারা তাদের বক্তব্যের মাধ্যমে তাদের মতামত তুলে ধরেন এবং ঈদ পরবর্তী সময়ে উপজেলার মুক্তিযোদ্ধাবৃন্দ একত্রিত হতে পেরে সকলেই তাদের অতীতের স্মৃতিচারন করে আনন্দ প্রকাশ করেন এবং আয়োজককে ধন্যবাদ প্রদান করেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম খলিফা, বীর মুক্তিযোদ্ধা নুর হোসেন, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম নান্নু,বীর মুক্তিযোদ্ধা জাহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবদুল জলিল,বীর মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন প্রমূখ।
আলোচনা সভা শেষে শহীদ ও মৃত্যুবরনকারী বীর মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া ও মিলাদ এবং ঝালকাঠি -১ আসনের মাননীয় সংসদ সদস্য সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাহজাহান ওমর বীরউত্তম এর আশু রোগ মুক্তি কামনা করা হয়।
আলোচনা সভা, দোয়া ও মাহফিল শেষে সকল মুক্তিযোদ্ধাদের মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আলহাজ্ব শফিকুল আলম খন্দকার।