শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ন
মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থী মোঃ মাহিবুল হোসেন পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু’র চাচাতো ভাই। মাহিবুল হোসেন জাতীয় পার্টি জেপি’র ভান্ডারিয়া উপজেলা কমিটির কার্যনির্বাহী সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান।
রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাধবী রায় বলেন, হলফনামায় অসম্পূর্ন তথ্য দেয়ায় ভান্ডারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থী মাহিবুল হোসেনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীর প্রার্থীতা ফিরে পেতে আগামী ৬ থেকে ৮ মে’র মধ্যে জেলা প্রশাসক বরাবর আপিল করার সুযোগ পাবেন।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্র্থী হিসেবে মহিলা আওয়ামী লীগ নেত্রী মালিকা পারভীনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার।
আগামী ২৯ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে ভান্ডারিয়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।