কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার আয়োজনে ৩১ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ টায় মহিলা পরিষদের নিজস্ব কার্যালয়ে বৈষম্যহীন সমাজ গঠনের পূর্ব শর্ত নারী পুরুষের সমতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাংগঠনিক পক্ষ উপলক্ষে এক সচেতনতামূলক কর্মী সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি জাহানারা হাবিব, সহ-সাধারণ সম্পাদক প্রভাষক কুমকুম ভট্টাচার্য, লিগ্যাল এইড সম্পাদক মাহফুজা খাতুন মিলি, আন্দোলন সম্পাদিকা ফরিদা ইয়াসমিন, তরুণী কর্মী লতা বৈরাগী প্রমুখ।
অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাহিদা হক। সংগঠনের সভানেত্রী সুনন্দা সমাদ্দার বলেন, সমাজ থেকে একেবারেই বাল্যবিবাহ বন্ধ করতে হবে। এ ব্যাপারে পাড়া মহল্লায় সচেতনতামূলক সভা পর্যায়ক্রমে করা হবে। সংগঠনের সাধারণ সম্পাদক সাহিদা হক বলেন, এলাকার বিরোধ আলোচনা মাধ্যমে সমাধান করা সম্ভব। এক্ষেত্রে মামলা মোকদ্দমা না করলেও চলবে।