উখালী (পিরোজপুর) প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন। কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা, আলোচনা সভা, শপথ পাঠ, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ। দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ১ নভেম্বর শুক্রবার সকাল ১০টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান মিয়া, যুগ্ন আহবায়ক জিয়াউল হাসান লিকসন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান তালুকদার মামুন, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, যুব উদ্যোক্তা ইমরান হোসেন প্রমুখ।
আলোচনা শেষে উপস্থিত সকলকে শপথ পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা। উপস্থিত সকলের শপথ পাঠ করেন যে, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করিব। অন্যায় ও দুর্নীতি করিব না এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দিব না। বাংলাদেশকে একটি শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিবো।