সোমবার, ৩১ মার্চ ২০২৫, ০৪:০৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ভান্ডারিয়ায় পৌর বিএনপির উদ্যোগে দোয়া মোনাজাত ও ইফতার মাহফিল ভান্ডারিয়ায় জমিজমা ও বালুর ব্যবসা নিয়ে দ্বন্দ্বে একজনকে কুপিয়ে হত্যা ভান্ডারিয়ায় বিএনপির ইফতার মাহফিল ভান্ডারিয়ায় বাজার কমিটি এবং ব্যাবসায়ীদের করনীয় কর্মশালা অনুষ্ঠিত ভান্ডারিয়ায় জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ ভান্ডারিয়ায় সংবাদ সম্মেলনে কোটি টাকার দোকান ও জমি দখলের অভিযোগ তৃতীয় শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ নিয়ে ধূম্রজাল, পরিবারের দাবি হত্যা পিরোজপুরে চাঁদাবাজির মামলায় জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিসহ দুই জন গ্রেপ্তার ভান্ডারিয়ায় দুই কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ভান্ডারিয়ায় পালিয়ে বিয়ে করতে এসে প্রেমিকাকে নিয়ে পালালো বন্ধু! অপহরণ মামলায় দুই বন্ধু করাগারে ভান্ডারিয়ায় মানব সেবা ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ন্যায্য মূল্যের দোকান প্রেমে ব্যার্থ হয়ে কিটনাশক পানে কিশোরের আত্মহত্যা ভান্ডারিয়ায় এক ব্যবসায়ীকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ভান্ডারিয়ায় পৌর জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল ভান্ডারিয়ায় পুলিশের ওপেন হাউস-ডে অনুষ্ঠিত ভান্ডারিয়ায় ডাকাতিসহ হত্যা মামলায় ৫ জনকে যাবজ্জীবন কারাদন্ড পালিয়ে গিয়ে বিয়ের ৩ মাস পর স্বামী ও শশুরের বিরুদ্ধে ধর্ষণ মামলা; প্রতিবাদে এলাকাবাসির মানববন্ধন নেছারাবাদে ছাত্রলীগ সমর্থক থেকে কলেজ ছাত্রদলের সভাপতি, কমিটি ঘোষনার একদিনের মধ্যেই বিলুপ্তি ঘোষণা কাউখালীতে নারীদের মধ্যে হিজাব ও কুরআন মাজিদ বিতরণ ইন্দুরকানীতে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলায় বাবা ও ছেলে গ্রেপ্তার
রেমালে বিধ্বস্ত ভবন! খোলা আকাশের নিচে পাঠদান

রেমালে বিধ্বস্ত ভবন! খোলা আকাশের নিচে পাঠদান

ঘূর্ণিঝড় রেমালে বিধ্বস্ত হয়ে যায় একমাত্র টিনশেড ভবন। প্রায় ছয় মাস ধরে খোলা আকাশের নিচে বসে পড়াশোনা করতে হয় শিক্ষার্থীদের।

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিবেদক

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় রাজপাশা দারুশ শরীয়াত দাখিল মাদ্রাসার টিনশেড ভবনটি ঘূর্ণিঝড় রেমালে পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায়। প্রায় ছয় মাস ধরে শিক্ষার্থীদের নিয়ে খোলা আকাশের নিচে চলছে পাঠদান। মাদ্রাসাটিতে বর্তমানে ২৩২ জন শিক্ষার্থী রয়েছে। দ্রুত সময়ের মধ্যে একটি ভবন নির্মাণের দাবি শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকাবাসীর।

স্থানীয়রা জানিয়েছেন, গত ২৭ মে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে মাদ্রাসায় পুরোনো টিনের ঘর সম্পূর্ণ বিধান্ত হয়ে যায়। টিনশেড ঘরটিতে পাঁচটি শ্রেণিকক্ষ, অধ্যক্ষ ও শিক্ষক মিলনায়তনসহ সকল কক্ষের আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। অন্য প্রতিষ্ঠান থেকে বেঞ্চ ও চেয়ার এনে খোলা আকাশের নিচে শ্রেণি কার্যক্রম চলছে। ভবন ছাড়া কোমলমতি শিশুরা রোদে পুড়ে, বর্ষায় ভিজে পাঠ নিচ্ছে। এমন অবস্থায় কিছু শিক্ষার্থী মাদ্রাসা ছেড়ে চলে গেছে অন্য প্রতিষ্ঠানে।

শিক্ষার্থীরা বলে, ঘূর্ণিঝড় রেমালে মাদ্রাসাটি দুমড়েমুচড়ে যায়। সামনে আমাদের বার্ষিক পরীক্ষা। ক্লাস না করলে পিছিয়ে পড়ব। তাই রোদের মধ্যে খোলা আকাশের নিচে ক্লাস করানো হচ্ছে। অতি দ্রুত আমরা মাদ্রাসার ভবন চাই।

অষ্টম শ্রেণির শিক্ষার্থী হাবিবুর রহমান বলেন, রেমালে মাদ্রাসাটি বিধ্বস্ত হওয়ার পর থেকে খোলা আকাশের নিচে ক্লাস করতে হচ্ছে। বৃষ্টি হলে পার্শ্ববর্তী সাইক্লোন শেল্টারের নিচে ক্লাস করতে গেলে নানা বাধাবিপত্তি আসে। রোদ আর গরমে ক্লাস করতে খুবই অসুবিধা হয়।

নবম শ্রেণির শিক্ষার্থী লামিয়া আক্তার বলেন, এখানে লেখাপড়ার কোনো পরিবেশ নেই। শ্রেণিকক্ষ না থাকায় অর্ধবার্ষিক পরীক্ষা দেওয়া সম্ভব হয়নি। সামনে বার্ষিক পরীক্ষা, এখন  ঠিকমতো পাঠ না নিতে পারলে শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে পড়বে।

অভিভাবক আব্দুর কুদ্দুস ও রুবিনা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, “অনেক বছরের পুরোনো একটি মাদ্রাসা, পড়াশোনা ও ফলাফলেও ভালো। এ কারণে ছেলেমেয়েদের মাদ্রাসায় ভর্তি করেছি। অথচ মাদ্রাসাটিতে কোনো পাকা ভবন নাই, খোলা আকাশের নিচে ক্লাস করতে হচ্ছে। দ্রুত পাকা ভবন নির্মাণের দাবি জানাচ্ছি।

মাদ্রাসার সুপার মাওলানা নূরুল ইসলাম বলেন, মাদ্রাসাটিতে একটিমাত্র টিনশেড ঘর ছিল। একই ভবনে প্রশাসনিক কার্যক্রম ও পাঠদান হতো। ঘূর্ণিঝড় রেমালে মাদ্রাসাটি দুমড়েমুচড়ে যায়। যে কারণে শিক্ষার্থীদের খোলা মাঠে পাঠদান করানো হচ্ছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। দ্রুত একটি ভবন না হলে দ্বীনি এলেম বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াছিন আরাফাত রানা বলেন, ‘সুপার সাহেব লিখিতভাবে জানিয়েছেন। পার্শ্ববর্তী রাজপাশা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে দেওয়া হয়েছে। আপাদত সেখানে পাঠদান চলবে। যত তাড়াতাড়ি সম্ভব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019 pirojpursomoy.com
Design By Rana
error: Content is protected !!