সোমবার, ৩১ মার্চ ২০২৫, ০৪:১৫ অপরাহ্ন
ভান্ডারিয়া প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়ায় প্রেমে ব্যার্থ হয়ে কিটনাশক পান করে মো. আল মামুন (১৯) নামের এক কিশোর অত্মহত্যা করেছে। সে উপজেলার ২নম্বর নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের নদমূলা গ্রামের মো. শাহ আলম হাওলাদারের ছেলে।
স্থানীয় ও থানাপুলিশ সূত্রে জানাগেছে, আল মামুনের একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল। কিছু দিন ধরে ঐ মেয়ে ফোন না ধরায় প্রেমে ব্যার্থ হয়ে সোমবার (১৭ মার্চ) রাত আনুমানিক সাড়ে সাতটার দিকে কিটনাশক পান করে। বমি করতে দেখে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা-নিরিক্ষা করারপর তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ভান্ডারিয়া থানার ওসি আহমদ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।