সোমবার, ৩১ মার্চ ২০২৫, ০৪:০১ অপরাহ্ন
ভান্ডারিয়া প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ মুদি পন্য বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ভান্ডারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট উজ্জল হালদার কলেজ রোড ওভার ব্রীজ সংলগ্ন মুদি ব্যবসায়ী লিটনের দোকানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মেয়াদোত্তীর্ণ মুদি পন্য জব্দ করে। এসময় মেয়াদোত্তীর্ণ মুদি পন্য বিক্রির দায়ে ব্যাবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট উজ্জল হালদার বলেন, অভিযান অব্যাহত আছে। ব্যবসায়ীরা নিত্য পণ্য বিক্রয়ে ভোক্তাদের ক্ষতির চেষ্টা করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।