সোমবার, ৩১ মার্চ ২০২৫, ০৪:৩৬ অপরাহ্ন
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ
অসহায় গরীব দুস্থ ও ছিন্নমূলের মানুষের কথা চিন্তা করে পিরোজপুরের ভান্ডারিয়ায় মাসব্যাপী ন্যায্যমূল্যে পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে মানব সেবা ব্লাড ফাউন্ডেশনের তরুন উদ্যোক্তারা। পবিত্র মাহে রমাদান উপলক্ষ্যে সংগঠনের সদস্যরা বাজার থেকে চিনি, ছোলা, চিড়া, মুড়ি, খেজুর, ডিম, নুডলস, চাল, ডাল, তেল, তরমুজ ক্রয় করে মানুষের মাঝে কম দামে বিক্রি করেন। ভান্ডারিয়া বাজারের রিজার্ভ পুকুর পাড়ে প্রথম রোজা থেকে শুরু করে এ মাসব্যাপী বাজার চলবে ৩০ রোজা পর্যন্ত।
উদ্যোক্তরা জানিয়েছেন, তারা এ উদ্যোগটি শুরু করেছেন স্থানীয়দের সুবিধার কথা মাথায় রেখে। দোকানে চাল, ডাল, তেল, চিনি, আটা, এবং অন্যান্য প্রয়োজনীয় মুদির পণ্য বিক্রি হচ্ছে। আন্যান্য দোকানের পণ্য বাজারমূল্যের তুলনায় কম দামে সরবরাহ করা হবে, যাতে সাধারণ মানুষ সহজেই সেগুলি ক্রয় করতে পারে।
স্থানীয় ক্রেতারা অনেকেই দোকানটি থেকে কেনাকাটা করছেন। ক্রেতা ফাহিমা বেগম বলেন, আন্য দোকানর চেয়ে এখানে দাম অনেক কম, যা আমাদের জন্য সুবিধাজনক। মুদির দোকানের চেয়ে আমরা এখানে ন্যায্য দামে পণ্য পাচ্ছি।
মানব সেবা ব্লাড ফাউন্ডেশনের পরিচালক মাহাদী হাসান বলেন, মুদির দোকানে পণ্যের দাম অনেক বেশি থাকে, বিশেষ করে দরিদ্র মানুষদের জন্য এটি অনেক কষ্টকর হয়ে পড়ে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি একটি দোকান খুলব যেখানে মানুষ ন্যায্য মূল্যে পণ্য পাবে। তিনি আরো জানান ২৫ রোজা থেকে আমাদের দোকানে ন্যায্য মূল্যে গরুর মাংশ বিক্রি করা হবে।