সোমবার, ৩১ মার্চ ২০২৫, ০৪:৩৪ অপরাহ্ন
ভান্ডারিয়া প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়া বাজারের বড় মসজিদ সংলগ্ন জাহাঙ্গীর মিয়ার কোটি টাকার জমি ও দোকান দখলের পায়তারা অভিযোগ পাওয়া গেছে একটি চক্রের বিরুদ্ধে।
গতকাল রোববার ভান্ডারিয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে মো. জাহাঙ্গীর মিয়া ও তার ছেলে মো. রায়হান মিয়া ওই জমির মালিকানা দাবী করে বলেন, ভান্ডারিয়া বাজারের বড় মসজিদ সংলগ্ন পূরাতন রেজিষ্ট্রি অফিসের জায়গা আমার পিতামহ (দাদা) তৎকালিন সাব-রেজিষ্ট্রার মৌলভী আব্দুস সামাদ মিয়া যতদিন অফিস থাকবে ততদিন ওই জমিতে সাব রেজিষ্ট্রি অফিস পরিচালিত হবে এবং জমির মালিকানা থাকবে এই শর্ত সাপেক্ষে ১৯৯৪ সালে সাব রেজিষ্ট্রি অফিস চালু করেন। যাহা সরকারি নথি পত্রে উল্লেখ রয়েছে। প্রায় দুই যুগ পূর্বে ওই স্থান থেকে অন্যত্র সাব রেজিষ্ট্রি অফিস স্থানান্তর করা হলে শর্ত অনুযায়ি ওই সম্পত্তির মালিক আব্দুস সামাদ মিয়া। তার একজন ওয়ারিশ জাহাঙ্গির মিয়া ওই জামির মালিক, তিনি বাদী হয়ে উচ্চ আদালতে একাধিক মামলা পরিচালনা করেন। বর্তমানে মামলা গুলো বিচারাধীন। তিনি ২০১২ সালে হজ¦ করতে যায় এবং তার ছেলেরা প্রবাসে থাকায় তারই আপন ছোট ভাই প্রয়াত শাহাজান মিয়া ওই জমি অবৈধভাবে ভোগ দখল করে লাভবান হওয়ার প্রচেষ্টা চালায়। বর্তমানে তার ছেলেরাও অবৈধভাবে দখল করার পায়তারা চালাচ্ছে। প্রয়াত শাহাজাহান মিয়ার এক ছেলে মো. সাবু মিয়া, ভান্ডারিয়া উপজেলার তাতী লীগের আহবায়ক। অপর ছেলে মামুন মিয়া দলীয় প্রভাব খাটিয়ে ভাড়াটিয়ার কাছ থেকে ভাড়া আদায় করে। অভিযোগের ভিত্তিতে ২০২৪ সনের ২০ আগষ্ট ভান্ডারিয়া সেনা ক্যাম্পে অভিযোগ দাখিল করলে ক্যাম্প ইনচার্জ উভয় পক্ষকে ডেকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে শালিশ বৈঠকের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হয়। বর্তমান একক ভাবে সকল দোকান ও জমি জবর দখল করা পায়তারা চালাচ্ছে এ চক্রটি। জাহাঙ্গীর হোসেন মিয়ার একছেলে জাহিদুল ইসলাম মিয়া দীর্ঘ ২৪ বছর প্রবাসে রয়েছে।
এ কুচক্রি মহল তার বিরুদ্ধেও বিভিন্ন প্রভাকান্ড ছড়াচ্ছে। গত ১৯ মার্চ যাকাতের কাপড় দেয়ার কথা বলে কিছু লোক ডেকে মো. মামুন মিয়া ও তার ভাই আল-আমিন মিয়া তাদের বিরুদ্ধে মানববন্ধন করে বিভিন্ন মিথ্যা ও বানোয়াট অভিযোগ করে। বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশ করে। মো.জাহাঙ্গীর মিয়া ও তার ছেলে রায়হান মিয়া এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।