বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০১:৩৬ অপরাহ্ন
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুেরর ইন্দুরকানিতে তুচ্ছ ঘটনায় আবু সালেক গাজী (৪৬) নামে এক কৃষককে ছুরিকাঘাত করে পালিয়েছে কিছু যুবক। গতকাল বিকেলে উপজেলার পূর্ব চরবলেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। আহত সালেক পূর্ব চরবলেশ্বর গ্রামের আলী হোসেন গাজীর ছেলে। আহত সালেককে ঘটনার পর উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বালিপাড়া ইউনিয়নের ছাত্রদল কর্মী সোহেল গতকাল মঙ্গলবার বিকেলে মোটরসাইকেল নিয়ে আসার পথে পূর্ব চরবলেশ্বর গ্রামের আলী হোসেন গাজীর বাড়ির সামনের সড়কে একটি গরুর গায়ে আঘাত লাগে। এ নিয়ে কৃষক সালেক গাজীর সাথে সোহেলের তর্ক বিতর্ক বাধে । পরে সোহেল চলে যায়। কিছুক্ষণ পরে তিনি স্থানীয় বালিপাড়া বাজার থেকে কয়েকজন যুবককে নিয়ে এসে বাড়ির সামনে কৃষক সালেককে ছুরিকাঘাত করে। এ সময় এ সময় ডাকচিৎকারে স্থানীয় লোকজন জড়ো হলে মোটরসাইকেলে করে পালিয়ে যায় সোহেল ও তার সহযোগিতারা। পরে স্বজনরা তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে সন্ধ্যার পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ইন্দুরকানি থানার ওসি মো: মারুফ হোসেন জানান, ঘটনার পর খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে হামলাকারীর বিরুদ্ধে আইন আনুক ব্যবস্থা নেওয়া হবে।