শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৮:৪৬ পূর্বাহ্ন
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়ায় জেলা পরিষদের জমি দখল করে দোকান নির্মাণ করার অভিযোগে প্রশাসন অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। সোমবার বিকাল সারে ৪ টায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে।
স্থানীয়দের অভিযোগ, কিছু ব্যক্তি জেলা পরিষদের খাস জমি অবৈধভাবে দখল করে সেখানে দোকান স্থাপন করেছিলেন, যা এলাকাবাসীর জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ ইয়াছিন আরাফাত রানা। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হালদার এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁরা অবৈধভাবে নির্মিত দোকানগুলো ভেঙে ফেলেন এবং দখলদারদের জমি ছেড়ে দেওয়ার জন্য কঠোর নির্দেশনা দেন।
এ বিষয়ে ইউএনও মোঃ ইয়াছিন আরাফাত রানা বলেন, “জেলা পরিষদের জমি অবৈধভাবে দখল করা একটি আইনগত অপরাধ। আমরা এই ধরনের কার্যক্রম বন্ধ করতে চাই, যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের কাজ না করতে পারে। দখলদারদের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
ব্যাবসায়ী আলহাজ¦ বাদশা জোমাদ্দার বলেন, এই ধরনের অভিযান বাজারের স্বার্থের জন্য অত্যন্ত জরুরি। অবৈধ দখলকারীরা ব্যাবসায়ীদের জন্য সমস্যা সৃষ্টি করেছিল।