শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৮:৪১ পূর্বাহ্ন
ভান্ডারিয়া প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়া থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার বিভিন্ন স্থান থেকে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের ৪ নেতাকে গ্রেফতার করেছে ।
থানাসূত্রে জানাযায়, ভান্ডারিয়া থানার পুলিশের একটি দল মঙ্গলবার (৮এপ্রিল) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে উপজেলা নদমূলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য রফিকুল ইসলাম সিপু তালুকদার, ভিটাবাড়িয়া ইউনিয়র আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মনির সরদার, ধাওয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, নদমূলা ইউনিয়নের নাসির বেপারির পুত্র ছাত্রলীগ নেতা মিয়াদুল ইসলামকে গ্রেফতার করে। পরে আটকৃতদের পিরোজপুর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্ত করা হয়।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আনওয়ার জানান, তাদের কে আটকের পর পিরোজপুর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্ত করা হয়েছে।