বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৫৩ অপরাহ্ন
জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়ায় বাংলা সাহিত্যের কালজয়ী কবিতাগ্রন্থ সোনালী কাবিনের কবি আল মাহমুদের ৮৫তম জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে ১১ জুলাই সকালে কবির কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন কবি মহিবুর রহিম, সাংবাদিক রেজাউল করিম, কবি আমির হোসেন, কথাসাহিত্যিক শাদমান শাহিদ, কবি নাগর হান্নান, মো. শাহরিয়ার রোকন, মো. হাসান, মো. ইয়াকুব প্রমুখ কবি লেখকগণ। এ সময় সুরা ফাতেহা পাঠ ও কবির জন্য দোয়া করা হয়।
শ্রদ্ধা জ্ঞাপন শেষে কবির সাহিত্য সাধনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এই স্বতস্ফুর্ত আলোচনায় কবি আল মাহমুদকে একজন কালজয়ী কবি হিসাবে আখ্যায়িত করা হয়। কবি মহিবুর রহিম বলেন কবি আল মাহমুদ আমাদের সাহিত্যের এক মৌলিক প্রতিভা। কবিতায় এবং কথাসাহিত্যে তিনি সমান পারদর্শী। তাঁর সব গ্রন্থই ব্যাপক পাঠকপ্রিয়তা পেয়েছে। কবি আমির হোসেন বলেন- এ যুগের পাঠকের অবশ্য পাঠ্য দুটি গ্রন্থ সোনালী কাবিন ও প্রদোষে প্রাকৃতজন। যা থেকে তরুণ লেখকগণ অনুপ্রেরণা পেতে পারে। সাংবাদিক রেজাউল করিম বলেন-আল মাহমুদ ব্রাহ্মণবাড়িবাসীর অহংকার। কোন কিছুই তাঁর খ্যাতিকে আড়াল করতে পারবে না। রম্যলেখক পরিমল ভৌমিক বলেন- এক নোলক কবিতাই তাঁকে বাঙালি পাঠকের কাছে অমর করে রাখবে। নাগর হান্নান বলেন- সোনালী কাবিন শুধু বাংলাদেশেই নয়, বর্হিবিশ্বেও কবিকে খ্যাতির উচ্চতম স্থানে অধিষ্ঠিত করেছে। শাদমান শাহিদ বলেন- আল মাহমুদ তাঁর লেখনীতে প্রমাণ করেছেন তিনি এ যুগের শ্রেষ্ঠ লেখক। তাঁর সাথে কেবল জীবনানন্দের কিছুটা তুলনা হতে পারে। সবশেষে কবির সাহিত্য বিষয়ে একটি পূর্ণাঙ্গ আলোচনা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।