কাউখালী প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালীতে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। কাউখালী থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (২৭ সেপ্টেম্বর) কাউখালী থানার এসআই মাসুদ আল মামুনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আমরাজুরি ইউনিয়নের কুমিয়ান আবাসন এলাকা থেকে আবাসনের বাসিন্দা এনায়েত শরীফের ছেলে মিরাজ শরীফ (৩০)কে ২৫ পিস ইয়াবা ও কুমিয়ান এলাকার বাসিন্দা অরুন কুমার মজুমদারের ছেলে অনুপম মজুমদার (৪০)কে ১৫ পিচ ইয়াবা সহ গ্রেফতার করে। একই দিনে কাউখালী থানার এসআই দীপক বালা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলার সদর ইউনিয়নের আস্পদ্দি এলাকা থেকে পটুয়াখালী জেলার বাউফল উপজেলার নাজিরপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে রিয়াজুল হাসান রিয়াজ (৪০)কে ২৫ গ্রাম গাঁজা সহ গ্রেপ্তার করে।
এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান জানান, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং পিরোজপুর কোটে প্রেরণ করা হয়েছে।