বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৫:৫৬ পূর্বাহ্ন
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়ায় জমিজমা ও বালুর ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে নিহত আবু সালেহ একজন কে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় আহত আরও একজনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) রাত আড়াইটার দিকে উপজেলার গৌরীপুর ইউনিয়নের পাতলাখালী গ্রামের ৮নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত আবু সালেহ (৩৭) পাতলাখালী গ্রামের মৃত আব্দুল খালেক হাওলাদারের ছেলে। আবু সালেহ ছোট ভাই আবুল বাশার রুবেল (২৭) এর একটি পা কুপিয়ে বিচ্ছিন্ন করা হয়েছে, আশঙ্কাজনক অবস্থায় বরিশাল মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় রেক্সোনা বেগম নামের একজনকে আটক করা হয়েছে।
নিহত আবু সালেহ এর বোন আফসানা মিমি জানান, রাত আড়াইটার দিকে আমার চাচাতে ভাই মোঃ শহিদুল ইসলাম সুমন, মোঃ রুম্মানসহ তাদের সাথে মোঃ নজরুল ইসলাম বাবুল চৌকিদার, মোঃ নান্না, মোঃ লিটন মোঃ মিরাজ, মোঃ সবুজ, মোঃ মাসুম শরিফ সহ অনুমান ১০-১৫ জন দলবদ্ধ হয়ে ভাই আবুল বাশার রুবেলের ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবশে করে এতোপাতারি কুপিয়ে জখম করে। তার ডাক চিৎকারে তার বড় ভাই আবু সালেহ, তার স্ত্রী মোসাঃ সোনালী আক্তার ঘর থেকে বের হয়ে রুবেলের ঘরের কাছে গেলে আবু সালেহ কে এলোপাতাড়ি কোপাইয়া গুরুতর জখম করে পাশর্^বর্তী একটি ডোবায় ফেলে রাখে।
নিহত আবু সালেহ’র স্ত্রী লাভনী আক্তার জানান, আমরা ঘরে ঘুমে ছিলাম, রাতে আমার দেবরের রুবেলের ডাক চিৎকার শুনে আমার স্বামী আবু সালেহ ও আমি ঘরে থেকে বেড় হয়ে তার ঘরে গিয়ে দেখি সুমন ও আরো লোকজনে রুবেলকে কুপিয়ে ফেলে রেখেছে। আমারা যাওয়ার সাথে সথে আমার স্বামী আবু সালেহ কে ধারালো অস্র দিয়ে কোপাতে শুরু করে। আমার পয়ে হাতুরি দিয়ে আঘাত করে আমাদের ঘরে ডুকে সুকেচ ভেঙ্গে সম্প্রতি সুপারি বিক্রির ১ লক্ষ টাকা ও দুই ভরির বিভিন্ন অলংকার নিয়ে যায়। আমরা ৯৯৯ ফোন দিলে ভান্ডারিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে দ্বায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে আবু সালেহ এবং আবুল বাশার রুবেলকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পথিমধ্যে আবু সালেহ মারা যায়। মোঃ আবুল বাশার রুবেল গুরুত্বর অবস্থায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।
ইউপি সদস্য আব্দুর রহমান জানান, দীর্ঘদিন যাবৎ এদের মধ্যে জায়গা জমি নিয়ে মামলা চলছিল চলছিল। সকালে মোবাইলে শুনতে পাই এই ঘটনা। আমরা এর সুষ্ঠু বিচার দাবী জানাই।
এ ব্যাপারে ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আনওয়ার জানান, জায়গা জমি ও বালুর ব্যবসার দ্বন্দ্বের জেরে দুই ভাইকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। আমরা রাতেই তাদের উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে আবু সালেহ এবং আবুল বাশার রুবেলকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পথে আবু সালেহ মারা যায়। এ ঘটনায় সুমনের স্রী রেক্সোনা বেগমকে আটক করা হয়েছে। বাকী অপরাধীদের ধরতে আমরা অভিযান চালাচ্ছি।