মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ন
নুরের ওপর হামলা করে ক্ষমতা পাকাপোক্ত করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, ‘ভিপি নুরের ওপর আক্রমণ মানে সারাদেশের ছাত্রসমাজের ওপর আক্রমণ। বাংলাদেশের মানুষের চিন্তা-চেতনার ওপর আক্রমণ ও গণতন্ত্রের ওপর আক্রমণ। এভাবে ক্ষমতা পাকাপোক্ত করা যাবে না।’
আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত এক সমাবেশে তিনি একথা বলেন। খন্দকার মোশাররফ বলেন, আজকে ভিপি নুরকে যারা আক্রমণ করেছে তারা স্বৈরাচার ও ফ্যাসিবাদ। তারা ক্ষমতা পাকাপোক্ত করতে চায়। আমি বিশ্বাস করি, এটা সম্ভব হবে না। এদেশে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার মানুষ আছে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন ডাকসুর সাবেক ভিপি ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব, ডাকসুর সাবেক ভিপি ও বিএনপির উপদেষ্টামণ্ডলীর সদস্য আমানুল্লাহ আমান, ডাকসুর সাবেক জিএস ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলমসহ অনেকে।