অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রেস ক্লাবের সভাপতি দৈনিক যায়যায়দিন প্রতিনিধি :শিশির কর্মকার , এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার :গোলাম মোস্তফা, চ্যালেঞ্জ এস স্বরূপকাঠী প্রতিনিধি :তরিকুল ইসলাম, জয়যাত্রা টেলিভিশন প্রতিনিধি: বদরুল জামান সুজন, এস টিভি বাংলা প্রতিনিধি :সুমন খান, এশিয়ান টিভি জেলা প্রতিনিধি: মইদুল ইসলাম মহিদ,আনন্দ টিভি প্রতিনিধি:এস এম সায়েম, বাংলা টিভি 71 এসএম জাহিদ, উপজেলা প্রতিনিধি: বাংলা টিভি 71 তুহিন আহ্মেদ, দৈনিক কীর্তনখোলা প্রতিনিধি: নুরুল ইসলাম শাহিন, দৈনিক শাহনামা প্রতিনিধি :শরিফুল ইসলাম, দৈনিক প্রভাতী খবর প্রতিনিধি :আহসান কবির, দৈনিক সময়ের বার্তা প্রতিনিধি : একেএ আউয়াল, দৈনিক সুন্দরবন প্রতিনিধি: মো নুরুল ইসলাম, দৈনিক আজকের বার্তা প্রতিনিধি :মনির হোসেন, জেলা প্রতিনিধি :বাংলা টিভি 71 নিপা, দৈনিক আমাদের বরিশাল প্রতিনিধি .:জাফর, প্রমূখ।