বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ভান্ডারিয়ায় চাঁদাবাজির বিষয়ে সতর্ক করে বিএনপির মাইকিং উপজেলা ছাত্রদলের সদস্য সচিববের পদ থেকে অপসারণ দাবীতে ভান্ডারিয়ায় সংবাদ সম্মেলন ভান্ডারিয়ায় ইমাদ পরিবহনের কাউন্টার উদ্বোধন জুলাই এর প্রেরণা দিতে হবে ঘোষণা দেওয়ার দাবীতে পিরোজপুরে লিফলেট বিতরণ কাউখালীতে অবৈধভাবে বালু উত্তোলন করার দায় এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত প্রধান শিক্ষককে মামলায় জাড়ানোর হুমকি আওয়ামীলীগ নেতার, অতঃপর হত্যা মামলায় গ্রেফতার (ভিডিও) কাউখালীতে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন ভান্ডারিয়ায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত ভান্ডারিয়ায় মোটর সাইকেল চুরির পর পার্টস খুলে বিক্রির মূলহোতা আটক জামায়াত ইসলাম ‘আল্লাহর আইন’ চায় – ফখরুদ্দিন খান রাজী ভান্ডারিয়া উপজেলা জিয়া মঞ্চের আহবায়ক কমিটি ঘোষণা ভান্ডারিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে হামলা, আহত ৬ ভান্ডারিয়ায় ২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ভান্ডারিয়ায় ছাত্রশিবিরের বিজয় র‌্যালি বাংলাদেশে ‘গুম’ শব্দ থাকবে না: ডিআইজি মোর্শেদ কাউখালীতে দুর্ধর্ষ মাদক ব্যবসায়ী পারভেজ মহাজন ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার বিজয় দিবস উপলক্ষ্যে ভান্ডারিয়ায় বিএনপির বিজয় র‌্যালি ভান্ডারিয়ায় নানা আয়োজনে বিজয় দিবস পালিত ভান্ডারিয়ায় প্রবাসীর বাড়ীতে দিনে-দুপুরে ডাকাতি! জনতার হাতে এক ডাকাত আটক
ধর্ষণ প্রতিরোধে অভিনব জুতা আবিষ্কার!

ধর্ষণ প্রতিরোধে অভিনব জুতা আবিষ্কার!

সংগৃহীত ছবি

‘জুতা আবিষ্কারের’ গল্প কে না জানে! একবিংশ শতকে সেই আবিষ্কারেই এল এক নয়া টুইস্ট। বর্তমান সামাজিক পরিস্থিতিতে নারীদের সুরক্ষার কথা মাথায় রেখে এক ‘অভিনব জুতা’ আবিষ্কার করলেন ভারতের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের এক কর্মী।

ধর্ষণ, শ্লীলতাহানির মতো ঘটনায় জর্জরিত সমাজ। তাই নিজেদের সুরক্ষা কবচ কেবল নিজেদের হাতে নয়, পায়েও রাখা যাবে এবার থেকে।
অবাক করার মতো শুনতে লাগলেও এমনই এক ‘সেফটি সু’ আবিষ্কার করে তাক লাগিয়ে দিয়েছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের কর্মী বাপ্পা রায়।

দেখতে একবারেই হাল ফ্যাশানের জুতা এই ‘সেফটি সু’। কিন্তু সঙ্গে থাকছে নয়া টেকনোলজি। জুতার মধ্যেই থাকবে জিপিএস সিস্টেম, যা দিয়ে সহজেই লোকেশন ট্র্যাকিং করা যাবে। পাশাপাশি থাকবে ছ’শো ভোল্টের এ সি কারেন্ট। অর্থাৎ মহিলারা চাইলেই এই জুতোর বৈদ্যুতিক ক্ষমতা দিয়ে অনায়াসে দুষ্কৃতীদের কুপোকাৎ করতে পারবে বলেই আশা রাখছেন আবিষ্কারক বাপ্পা। তাকে এই আবিষ্কারের কাজে সহায়তা করেছেন ওই বিভাগেরই কিছু শিক্ষার্থী।

বাপ্পা রায়ের তৈরি এই সেফটি সু এর দামও থাকছে সাধ্যের মধ্যেই। মাত্র সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যেই থাকছে এই জুতোর দাম। ইভটিজিংয়ের সম্মুখীন হলে মেয়েরা অনায়াসেই এই সেফটি জুতো ব্যবহার করে আত্মরক্ষা করতে পারবেন। শুধু তাই নয়, সহজেই মেয়েটির লোকেশন ট্র‍্যাক করতে পারবে পুলিশও। সমসাময়িক পরিস্থিতিতে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের কর্মী বাপ্পা ও তাঁর সহযোগীদের তৈরি এই ‘সেফটি সু’ আলোড়ন ফেলে দিয়েছে রায়গঞ্জে। এমনকী যাদবপুর বিশ্ববিদ্যালয়ে খুলতে চলা ডিআরডিও-এর সেন্টারে এই অভিনব জুতোটিকে উপস্থাপন করার প্রচেষ্টা নিতে চলেছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

কীভাবে আবিষ্কার করলেন এমন জুতা? আবিষ্কারক বাপ্পা রায় বলেন, “উচ্চমানের ভোল্টেজের সাথে এই জুতোর মধ্যে জিপিএস সিস্টেম বসিয়ে খুব সহজে ট্র্যাকিং করার সুযোগ থাকছে। জুতার আভ্যন্তরীণ সার্কিটে লিথিয়াম আয়ন ব্যাটারির সাড়ে চার ভোল্টকে কমপক্ষে ছ’শো এসি ভোল্টেজে রূপান্তর করা হয়েছে। আর এই ছ’শো ভোল্টের জুতা যেকোনও দুষ্কৃতীকে “ধাক্কা” দেওয়ার পক্ষে যথেষ্ট, তা নিয়ে যথেষ্ট আশাবাদীও তিনি।

বাপ্পা বলেন, সার্কিটটি তৈরি করতে খরচ হয়েছে মাত্র ১৪০ টাকা। সার্কিটের ভেতরে রয়েছে ডায়োড, ট্রানজিস্টর, ট্রান্সফরমার ইত্যাদি। সার্কিটটি জুতার ভেতর বসিয়ে সেখান থেকে কিছু ধাতব তার জুতার বাইরের গায়ে লেগে থাকবে। ওই তারগুলোয় থাকবে উচ্চমানের ভোল্টেজ। একটি ফুল চার্জের ব্যাটারি শুরুতেই এক হাজার ভোল্টের ধাক্কা দিতে সক্ষম হবে। ব্যাটারি চার্জিং হবে হাঁটতে হাঁটতেই। জুতার ভিতরে থাকা সুইচটি দরকারের সময় অন করে দিলেই উদ্দেশ্য সফল করা সম্ভব হবে। পাশাপাশি জুতাটিতে ব্যবহার করা হয়েছে এক ধরনের বিশেষ সেন্সর, যা রাস্তায় চলার সময় কোনও বাধাবিপত্তি থাকলে সেই জুতা থেকে বিশেষ সিগন্যাল আসতে থাকবে।”

পরবর্তীতে এই সেফটি সু’ এর আপগ্রেডেশন করে নতুন নতুন ফিচার যোগ করার পরিকল্পনা রয়েছে বলেও জানালেন আবিষ্কারক বাপ্পা রায়। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019 pirojpursomoy.com
Design By Rana
error: Content is protected !!