শনিবার, ১০ মে ২০২৫, ০৪:০৮ অপরাহ্ন
নারীবাদী ছবিতে অভিনয় করে ইতিমধ্যেই নাম করেছেন তাপসী পান্নু। এবার অভিনয় করেছেন নতুন মুভি ‘থাপ্পড়’ এ। একটা মাত্র থাপ্পড়। সেই একটা থাপ্পড়েই শেষ হয়ে গেল সমস্ত সম্পর্ক! সংসার ভেঙে বেরিয়ে যান তাপসী পান্নু। ‘থাপ্পড়’ সিনেমার ট্রেলার এমন কিছুই বলছে। আজ শুক্রবার রিলিজ হওয়া এই ট্রেলারে তাপসী পান্নুকে একজন গৃহবধূর ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে।
ট্রেলারে দেখা যাচ্ছে, অমৃতা নামের ওই গৃহবধূর ঘর, সংসার বেশ ভালোই চলছিল। স্বামীকে নিয়েই গড়ে ওঠে তার সমস্ত জগত। সেই জগতটাই ভেঙে চুরমার হয়ে যায় স্বামীর অফিস পার্টির দিন। যেখানে বন্ধুদের সঙ্গে পার্টির মাঝে আচমকাই স্ত্রীর গালে থাপ্পড় মারেন অমৃতার স্বামী। ওই ঘটনার পরই সংসার ভাঙার সিদ্ধান্ত নেন অমৃতা। তিনি কোনোভাবেই আর স্বামীর সঙ্গে থাকবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন।
একটি মাত্র থাপ্পড়ের জন্য কেন সংসার ভাঙছেন, সেই প্রশ্ন তাকে বার বার করা হলেও, অমৃতা নিজের সিদ্ধান্তে অনড় থাকেন। একটি মাত্র থাপ্পড় হলেও, স্বামী তার গায়ে কেন হাত তুলবেন, তা নিয়ে বার বার প্রশ্ন করতে শুরু করেন তার মা। বাবা-মা শাশুড়ি, সমাজ সবাই তাকে বোঝালেও, তিনি কোনোভাবেই নিজের সিদ্ধান্ত থেকে সরে যাননি। শেষ পর্যন্ত একটি থাপ্পড়ই কি শেষ করে দেবে অমৃতার সংসার, সেটা অবশ্য সময়ই বলবে।
প্রসঙ্গত ২০১৬ সালে মুক্তি পায় পিঙ্ক। পরিচালক অনুভব সিনহা ফের ‘থাপ্পড়’-এ নিয়ে আসনে তাপসীকে। পিঙ্ক-এর মতোই কি সাফল্য পাবে থাপ্পড়, সেটা অবশ্য সময়ই বলবে। তাপসীর পাশাপাশি এই সিনেমায় রয়েছেন রত্না পাঠক, দিয়া মির্জা, মানব কল, রাম কাপুররা। আগামী ২৮ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে থাপ্পড়।
দেখুন ট্রেলার: