সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১০:৩৯ অপরাহ্ন
পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর শহরতলীর নামাজপুর এলাকার ডিসি পার্কের উত্তরে কাঠ পুড়িয়ে ইট ভাটার কাজ চলছে। শুকনো মৌশুম আসতে না আসতেই এখানে ইট পোড়ানোর শুরু হয়েছে। একরকম জনবসতি এলাকার অদুরে এবং একটি পার্কের এতো কাছে এ ইট ভাটার কার্যক্রম নিয়ে জনমনে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহনে জেলা প্রশাসক বরাবরে এক অভিযোগ থেকে এসব তথ্য উঠে এসেছে।
সরেজমিনে গিয়ে জানা যায়,পিরোজপুর পৌর শহরের নামাজপুর এলাকার ৬নং ওয়ার্ডের মধ্যে রয়েছে ডিসি পার্ক। পার্ক সংলগ্ন দক্ষিণে অবস্থিত বাইতুল নুর জামে মসজিদ। আর রাস্তার পূর্ব দিকে অদুরেই জনবসতি। এছাড়া এর অর্ধ কিলোমিটারের মধ্যে একটি প্রাথমিক বিদ্যালয় এবং দুটি মাদ্রাসা রয়েছে। কিন্তু অজ্ঞাত কারনে নিয়ম বহির্ভূত ভাবে ডিসি পার্ক সংলগ্ন উত্তরে ইট ভাটার কার্যক্রম চালাচ্ছে একটি পক্ষ। সরকারিভাবে পরিবেশ দুষনের হাত থেকে রক্ষার্থে ইট ভাটায় কাঠ পোড়ানোর বিধান না থাকলেও দেদারছে কাঠ পোড়ানো হচ্ছে। সাম্প্রতিক সময়ে এই ইট ভাটায় স্তুপ করে রাখা কয়লার অবশিষ্ট অংশ দেখা গেলেও কাঠের স্তুপটি বেশ বড় আকারে রাখা হয়েছে। বাজারদর হিসেবে প্রতি হাজার ইটের মূল্য কমপক্ষে দশহাজার টাকা হওয়ায় রাতারাতি অধিক মুনাফা লাভের আশায় নামাজপুরে লুৎফর রহমান ও তার ভাই আব্দুল মোতালেব হোসেন চাঁন ইটভাটা ব্যবসায় ঝুকে পড়েছেন সংশ্লিষ্টরা বলে জানা গেছে।
এব্যাপরে স্থানীয় নামাজপুরের মৃতঃ আবুল হাসেন হাওলাদারের পুত্র লুৎফর রহমান বলেন, কয়লা ও কাঠ মিলিয়ে ইট পোড়ানো হয়। শুধু কয়লা দিয়ে ইটের পাজায় ইট পোড়ানো সম্ভব না। আগামী ১০/১৫ দিনের মধ্যে তিনি ইট পুড়ে তা বিক্রি করতে পারবেন। তবে মোতালেব হোসেন চানের বক্তব্য জানার চেষ্টা করেও তা পাওয়া যায়নি।
এব্যাপারে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রামানন্দ পাল বলেন, আমি এখন অবগত হলাম এবং তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।