শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৯ অপরাহ্ন
গ্রেফতার সাইফুল ইসলাম ওই উপজেলার চারিগ্রাম ইউপির আত্রাইল গ্রামের মাসুম আলীর ছেলে। বুধবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়।
ধর্ষণের শিকার ছাত্রী জানান, ডিসেম্বরে নানাবাড়িতে সাইফুল ইসলামের কাছে প্রাইভেট পড়ার সময় ধর্ষণের শিকার হন তিনি।
গোলাইডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান বলেন, সহপাঠীদের মাধ্যমে ধর্ষণের বিষয়টি আমার কানে আসে। আমি ওই ছাত্রীকে নিয়ে ইউএনও’র সঙ্গে সাক্ষাৎ করি। তিনি সব শুনে ওই শিক্ষককে গ্রেফতারের নির্দেশ দেন।
সিংগাইর থানার ওসি (তদন্ত) মো. হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। গ্রেফতার সাইফুল ইসলাম এর আগেও এক ছাত্রীকে ধর্ষণ করেছিলেন। ঘটনাটি প্রভাবশালীদের সহায়তায় ধামাচাপা দেয়া হয়েছে।
সুত্র ডেইলি বাংলাদেশ