শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ন
জুলফিকার আমীন সোহেল বিশেষ প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রশাসনের নাকের ডগায় পৌর শহরের সরকারি সম্পত্তি দখল করে নিচ্ছে ভূমিদস্যুরা। প্রতিযোগিতার মাধ্যম্যে গড়ে তুলছে পাকা স্থাপনাসহ বহুতল ভবন।এ সকল সম্পত্তি কার ? এ নিয়ে নিয়মিতভাবে পৌর কর্তৃপক্ষ, ভূমি অফিস, জেলা পরিষদ ও পানী উন্নয়ন বোর্ড পরস্পরের ওপর অভিযোগ চাপিয়ে দিচ্ছেন। এ সুযোগে ভূমিদস্যুরা সুবিধা মধ্যে দখলের প্রতিযোগিতায় নেমেছে।
পৌর শহরের ৩নং ওয়ার্ডের ¯øুইজগেট এলাকায় সরেজমিনে গিয়ে দেখা গেছে, সরকারি সম্পত্তিতে প্রতিযোগিতার করে হানিফ কাজি, আলমগীর কাজি, বাবুল চৌকিদার, আবুল বাশার, মো. আলী হোসেন, শাহাদাৎ হোসেন, মাস্টার হুমায়ূন কবির বর্তমানে পাকা স্থাপনা ও বহুতল ভবন নির্মাণ করছে।এরা সকলেইজানিয়েছেন পৌরসভা থেকে অনুমোতি নিয়ে কাজ করছে।ইতোমধ্যে বহু স্থাপনা নির্মাণ সম্পন্ন হয়ে গেছে।
মঠবাড়িয়া পৌর প্রকৌশলী আব্দুস সালেক বলেন, পৌরসভা থেকে কাউকে কোন পাকা স্থাপনা নির্মানের অনুমোতি দেয়া হয়নি। তার অবৈধভাবেই কাজ করছে।
স্থানীয় সাবেক কাউন্সিলর হেমায়েত উদ্দিন বলেন, প্রশাসনের উদাসীনতায় অনেক আগেই সরকারি এ সম্পত্তি অবৈধ দখলদারদের হাতে চলে গেছে। বর্তমানে বহুসংখ্যক লোকেরা প্রতিযোগিতার করে পাকা স্থাপনা ও বহুতল ভবন নির্মাণ করছে।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিপন বিশ^াস বলেন, পৌর শহরের খাল বা তার পাশের সম্পত্তি জেলা পরিষদের। এখানে আমার কিছু করার নাই। তার পরের অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা পরিষদকে অবহিত করেছি।
নাম প্রকাশ না শর্তে পানী উন্নয়ন বোর্ডের স্থানীয় এক কর্মকর্তা এ সম্পত্তি পানী উন্নয়ন বোর্ডের দাবী করেবলেন,আমার উপরোস্থ কিছু কর্মকর্তার উদাসীনতায়এ সম্পত্তি অবৈধ দখলদারদের হতে চলে গেছে। তারা এগুলো ছোট কার মনে করে নজর দিচ্ছে না। বড় কাজ নিয়ে তারা ব্যস্ত থাকেন।
পানী উন্নয়ন বোর্ডের বিভাগীয় নির্বাহী প্রকৌশলী দীপক চন্দ্র দাস-এর মুঠো ফোনে একাধিক কল করলেও তিনি রিসিভড করেন নি। তবেউপ-বিভাগীয় প্রকৌশলী মো. শাহ আলম বালী জানান, ওই সম্পত্তি জেলা পরিষদের।
পিরোজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহীরেবেকা খানমজানান, আমি এখই ঘটনাস্থলে সার্ভেয়ার পাঠাচ্ছি। ওই সম্পত্তি জেলা পরিষদের আওতায় হলেঅবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে।
জেলা পরিষদেরজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন বলেন, ওই সম্পত্তি পানি উন্নয়ন বোর্ডের আওতায়। সরকারি সম্পত্তি বেদখল হওয়া দুঃখজনক।অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে স্ব-স্ব দপ্তরের প্রতি অনুরোধ জানাচ্ছি।