মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০২:৩৮ অপরাহ্ন
দেশে করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে সবার ফলাফলই নেগেটিভ এসেছে।
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এ তথ্য জানিয়েছে।
আইইডিসিআর’র পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা শুক্রবার সংবাদ ব্রিফিংয়ে বলেন, প্রথম তিনজন রোগী করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছিল, এরপর আর নতুন কোনও আক্রান্ত শনাক্ত হয়নি। গত ২৪ ঘণ্টায় ২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সবগুলোর ফলাফলই নেগেটিভ এসেছে। তাদের কেউ-ই করোনাভাইরাসে আক্রান্ত নন।