মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০২:৪৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভান্ডারিয়া পৌরসভার পুর্ব ভান্ডারিয়া মিরা বাড়ী জামে মসজিদ সংলগ্ন ময়দানে দুই দিনব্যাপী নবম বার্ষিক মাহফিল গতকাল শুক্রবার রাত ১১ টায় দেশ মানবজাতি ও বিশ্বমানবতার কল্যাণ কামনায় ৩০ মিনিট গভীর আবেগপূর্ণ হয়ে পৃথিবীর পথভ্রষ্ট মুসলমানদের সঠিক পথের দিশা ও সবাইকে মহান আল্লাহ তালার রহমত মাগফিরাত কামনা করে আখেরী মোনাজাত অনুষ্ঠিত হয়। বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লিগণ মসজিদ সংলগ্ন ময়দানের বার্ষিক মাহফিলে আখেরী মোনাজাতে অংশগ্রহণ করেন। গত বৃহস্পতিবার ১২ মার্চ হতে মিরা বাড়ী জামে মসজিদ ময়দানে দুই দিনব্যাপী বার্ষিক মাহফিল শুরু হয়ে গতকাল শুক্রবার সকালে আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে শান্তিপূর্ণ ভাবে এই মাহফিলের সমাপণী হয়। সমাপণী অনুষ্ঠানে মসজিদ ময়দানে দুই দিনব্যাপী বার্ষিক মাহফিলের সার্বিক আখেরী মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেব, মাহফিলে সভাপতিত্ব করেন মুফতি আব্দুল জলিল। সার্বিক তত্বাবধায়নে ছিলেন সৈয়দ মাইনুল ইসলাম মঈন।