শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৬ অপরাহ্ন
গাজী আবুল কালামঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে পিরোজপুর প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে দৈনিক তথ্য দর্পন পত্রিকার আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। দৈনিক তথ্য দর্পনের প্রধান সম্পাদক শফিউল হক মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, প্রেসক্লাব সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী সুশান্ত রঞ্জন রায়, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, প্রেসক্লাবের সহ-সভাপতি শিরিনা আফরোজ। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কাজী সালেহ মুনতানজির, সদর উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদসহ জেলা প্রশাসনের সহকারী কমিশনার, ডেইলি অবজারভারের জেলা প্রতিনিধি জিয়াউল আহসান, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শহীদ শিকদার, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পদক রাসেল পারভেজ রাজাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ মুজিব শতবর্ষ উপলক্ষে কেক কাটেন।