মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০১:৫২ অপরাহ্ন
করোনাভাইরাসের কারনে দেশ শাটডাউনের চিন্তা সরকারের নেই। প্রয়োজনে কিছু এলাকা শাটডাউন করা হবে বলে মন্তব্য প্রদান করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (১৮ মার্চ) সকালে সচিবালয় সমসাময়িক ইস্যুতে ব্রিফিংকালে তিনি একথা বলেন।
তিনি বলেন, আমাদের শত্রু করোনা ভয়ঙ্কর। আমরা জাতি হিসেবে গতকালও প্রমাণ করেছি ভয়ঙ্কর করোনার যে শক্তি তারচেয়েও বড় শক্তি আমাদের সম্মিলিত শক্তি। এ যুদ্ধের প্রতিপক্ষ শক্তিশালী। এটা প্রতিরোধযোগ্য। আমরা এটি পরাজিত করতে পারবো বলে আশা করছি।
এসময় ওবায়দুল কাদের বলেন, পরিবহন মালিলিকরা হতাশ, যাত্রী কমে গেছে। এগুলো অটোমেটিকালি কমে যাবে। পরিস্থিতি কমিয়ে ফেলবে। তারপরও যদি প্রয়োজন হয় আমরা ব্যবস্থা নেবো।