শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ ভান্ডারিয়া উপজেলায় বিদেশ ফেরত ৩৫ জনকে হোম কোয়ারিন্টিনে রাখা হয়েছে। হোম কোয়ারিন্টিনে থাকা ব্যক্তিরা সৌদি আরব, মালয়েশিয়া, দুবাই, কাতার, আমিরিকা, লন্ডন এবং ভারত থেকে এসেছেন। আর বিদেশ ফেরত ব্যক্তিরা যাতে ১৪ দিন ঘরের মধ্যে আলাদা থাকে সেই বিষয়টি মনিটরিং করার জন্য পৌরসভায় পৌর প্রশাসক ও ছয় ইউনিয়নের চেয়ারম্যানকে সভাপতি করে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, ইউপি সদস্য, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষকদের নিয়ে মনিটরিং কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম। তিনি আরো জানান, সচেতনতার বৃদ্ধির লক্ষ্যে প্রত্যেক ইউনিয়নে মাইকিং এবং লিফলেট বিতরন করা হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬টি বেডের আইসোলেসন ইউনিট খোলা হয়েছে। এছাড়া সার্বিক পরিস্থিতি তদারকির জন্য উপজেলা প্রশাসনের নেতৃত্বে ১১ সদস্যের একটি টিম গঠন করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা এইচ এম জহিরুল ইসলাম।