মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০১:১৬ অপরাহ্ন
ঢাকা-১০ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ শুরুর আগ থেকেই বিএনপির এজেন্ট দের বের করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রত্যেকটি কেন্দ্র থেকেই এমন অভিযোগ আসছে। এজেন্ট ছাড়াও বিভিন্ন কেন্দ্রে সাংবাদিকদের ঢুকতে দেয়া হচ্ছে না। এমন অভিযোগ করেছেন বিএনপির বিভিন্ন এজেন্ট এবং কয়েকজন গণমাধ্যম কর্মী।
এদিকে সকাল ৯টায় হাজারীবাগ থানা যুবদলের সভাপতি লিটন এবং ছাত্র নেতা সেলিমকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ধানমন্ডির ইনস্টিটিউট অফ সায়েন্স টেকনোলজি কেন্দ্র থেকে এজেন্টদের মোবাইল ছিনিয়ে নেয়া হয়েছে এবং তাদের বের করে দেয়া হয়েছে।
এছাড়া কাঠালবাগান খানা হাসান স্কুল, নিউমার্কেট বলাকা সিনেমা হল কেন্দ্র, রায়ের বাজার হাই স্কুল কেন্দ্র, রাজমশুর স্কুল, প্রগতি স্কুল কেন্দ্র থেকে বিএনপির সকল এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
মানবজমিন-এর ফটো সাংবাদিক জীবন আহমেদ বলেন, ধানমন্ডির একটি কেন্দ্রে ছবি তুলতে গেলে পুলিশ আমাকে বের করে দেয়।তারা আমাকে বলে ১২টার পর আসার জন্য। পরে আমি অন্য একটি কেন্দ্রে গেলে পুলিশ এবং সরকারদলীয় লোকজন আমাকে বাধা দেয়।