শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪১ অপরাহ্ন
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ঢাকায় গতকাল নির্বাচনে ভোটার উপস্থিতি কম ছিল। এটা ধারণা করেছিলাম। জনগণ অনেক সচেতন ও আতঙ্কিতও বটে। একারণে গতকাল ভোটার উপস্থিতি কম ছিল। এ ছাড়া ইভিএমে সুষ্ঠুভাবে ভোট হয়, আর একজনের ভোট যে অন্যজনে দিতে পারে না সেটির প্রমাণ হচ্ছে কাল অত্যন্ত কম সংখ্যক ভোট কাস্ট হয়েছে। যারা ভোটকেন্দ্র গেছেন তারাই কেবল ভোট দিতে পেরেছেন।
আজ রবিবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
ড. হাছান বলেন, আমরা দেখেছি নির্বাচন শেষ হওয়ার আগে এবং ফলাফল ঘোষণার আগেই বিএনপির প্রার্থী ফলাফল প্রত্যাখ্যান করেছেন। তারা সব সময় যেটি করে আসছে সেটির ধারাবাহিকতায় সেটা করেছে।
তিনি বলেন, চট্টগ্রাম সিটি নির্বাচনসহ কয়েকটি উপ-নির্বাচন স্থগিত করার জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। আমার মনে হয় নির্বাচন কমিশন অত্যন্ত সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া গতকাল যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেটাও স্থগিত করা যায় কিনা সেটা নিয়েও নির্বাচন কমিশন চিন্তা-ভাবনা করেছিল। কিন্তু নির্বাচনের একদিন আগে সমস্ত প্রস্তুতি শেষে সেটি করতে পারেনি।
এখন রাজনীতি করার সময় নয় উল্লেখ করে তিনি বলেন, এখন সময় হচ্ছে দলমত পথ নির্বিশেষে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশ-জাতিকে রক্ষা করা। সবিনয়ে বিএনপির সবাইকে অনুরোধ জানাবো ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে দাঁড়ান বলেও উল্লেখ করেন তিনি।